
বগুড়ার সোনাতলায় উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে উন্নয়ন ও শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে এ উন্নয়ন ও শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাড.মিনহাদুজ্জামান লীটন এর সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন বগুড়া-১ আসনের সংসদ সদস্য সাহাদারা মান্নান। বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শাহিদুল বারী খান রব্বানী, সাবেক সাধারণ সম্পাদক মাহবুবুল আলম বুলু, সাধারণ সম্পাদক অধ্যক্ষ আব্দুল মালেক, যুগ্ম সাধারণ সম্পাদক নবীন আনোয়ার কমরেড,উপজেলা যুবলীগের সভাপতি ফিদা হাসান খান টিটো, সাধারণ সম্পাদক ফরহাদ হোসেন জুয়েল, কৃষকলীগের সভাপতি আবু লায়েছ হোসেন নাহিদসহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। পরে সংসদ সদস্য সাহাদারা মান্নানের নেতৃত্বে একটি মিছিল পৌর সদর প্রদক্ষিণ করে।