
সংগৃহীত
বগুড়ার শেরপুরে সাব-রেজিস্ট্রি অফিস, গাড়িদহ ওভারপাস ও তিনটি বিদ্যালয়ের একাডেমিক ভবন উদ্বোধন করা হয়েছে। এছাড়া বেগম শাজাহান তালুকদার দাখিল মাদ্রাসাসহ আরো ২টি বিদ্যালয়ে নির্মিত ৪তলা একাডেমিক ভবন উদ্বোধন করা হয়।
মঙ্গলবার সকালে গণভবন থেকে ভার্চুয়ালি ওইসব প্রকল্পের আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ উপলক্ষ্যে শেরপুর শহরের বারোদুয়ারি হাটখোলা এলাকাস্থ সাব-রেজিস্ট্রি অফিস প্রাঙণে বিশেষ মিলাদ ও মাহফিলের আয়োজন করা হয়। এতে বগুড়া জেলা আওয়ামী লীগের সভাপতি মজিবর রহমান মজনু, উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা সুলতানা, শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাবু কুমার সাহা, উপজেলা ভাইস চেয়ারমান শাহজামাল সিরাজী, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মুনসী সাইফুল বারী ডাবলু, সাধারণ সম্পাদক সুলতান মাহমুদ প্রমুখ বক্তব্য রাখেন। শেষে দেশ ও জাতির মঙ্গল কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।