
সংগৃহীত
ক্যান্সার আক্রান্ত হতদরিদ্র মেনেকা বেগমের পাশে দাঁড়ালেন সোনাতলার ইউএনও (উপজেলা নির্বাহী অফিসার) রাবেয়া আসফার সায়মা। মঙ্গলবার সকালে তিনি সোনাতলা উপজেলার বালুয়া ইউনিয়নের কারিগরপাড়ায় দুরারোগ্য ক্যান্সারে আক্রান্ত মেনেকা বেগমের বাড়িতে গিয়ে তাঁর চিকিৎসার খোঁজখবর নেন।
তিনি চিকিৎসার জন্য মেনেকা বেগমকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ১০ হাজার টাকা প্রদান করেন।
উল্লেখ্য, মেনেকা বেগমের স্বামী ভ্যানচালক জেল্লা প্রামানিকও বছর দ’ুয়েক আগে দুরারোগ্য ক্যান্সারে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন। তার মৃত্যুর মাত্র দুই বছরের মাথায় জরায়ু ক্যান্সারে আক্রান্ত হন মেনেকা বেগম। চিকিৎসক তাঁকে ৬টি কেমোথেরাপীর কথা জানালেও ঋণ নিয়ে ২টি কেমোথেরাপী নিতে পেরেছেন মেনেকা বেগম। বাকী কেমোথেরাপীর টাকা জোগাড় করতে ও সংসারের ব্যয়ভার নির্বাহে মেনেকা বেগমের সপ্তম শ্রেণি পড়–য়া শিশুকন্যা সোনিয়া আকতার জোনাকী কাজ করছেন ব্যাগ তৈরির কারখানায়। জোনাকীর আয়ে সংসার চালানোর পাশাপাশি চলছে মাকে বাঁচানোর প্রাণান্ত প্রচেষ্টা। এ বিষয়ে বিভিন্ন পত্র-পত্রিকায় সংবাদ প্রকাশিত হলে বিষয়টি নজরে আসে সোনাতলা উপজেলা নির্বাহী অফিসার রাবেয়া আসফার সায়মা’র। মঙ্গলবার সকালে দরিদ্র মেনেকা বেগমের বাড়িতে গিয়ে তাঁর চিকিৎসার জন্য নগদ অর্থ দিয়ে তাঁর পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।