শুক্রবার, ০১ ডিসেম্বর ২০২৩, ১৭ অগ্রাহায়ণ ১৪৩০

আদমদিঘীতে তফসিল ঘোষণার পর আনন্দ শোভাযাত্রা অনুষ্ঠিত

আদমদিঘীতে তফসিল ঘোষণার পর আনন্দ শোভাযাত্রা অনুষ্ঠিত

দ্বাদশ জাতীয় সংসদের নির্বাচনী তফসিল ঘোষনার পর তা স্বাগত জানিয়ে আদমদীঘি উপজেলা আওয়ামীলীগ ও মুক্তিযোদ্ধা কমান্ডের আয়োজনে আনন্দ শোভাযাত্রা হয়েছে। বুধবার (১৫ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টায় আদমদীঘি উপজেলা আওয়ামীলীগের সভাপতি সিরাজুল ইসলাম খান রাজুর নেতৃত্বে সদরে আনন্দ মিছিলটি বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ শেষে দলীয় কার্যালয়ের সামনে সমাবেশে মিলিত হয়।

পরে অনুষ্ঠিত এক সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আবু রেজা খান,  নাজিমুল হুদা খন্দকার, সাংগঠনিক সম্পাদক  সুমিনুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা কাবিল উদ্দিন, তহির উদ্দিন, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান  জিল্লুর রহমান, মাসুদ,  সাকিব সহ প্রমুসখ।