
সংগৃহীত
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ঘোষিত তফসিলকে স্বাগত জানিয়ে বগুড়ার শেরপুরে আনন্দ মিছিল করেছে আওয়ীমীলীগের নেতাকর্মীরা। পাশাপাশি মিছিল শেষে আয়োজিত সমাবেশে নির্বাচন কমিশনকে অভিনন্দন জানানো হয়। বৃহস্পতিবার (১৬ নভেম্বর) দুপুরে শহরের স্থানীয় বাসস্ট্যান্ডস্থ দলীয় কার্যালয় থেকে ওই আনন্দ মিছিল বের হয়।
এতে নেতৃত্ব দেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সুলতান মাহমুদ ও পৌর আওয়ামী লীগের সভাপতি সারোওয়ার রহমান মিন্টু। মিছিলটি স্থানীয় গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে দলীয় কার্যালয়ের সামনে এসে সমাবেশে মিলিত হয়।
এতে সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শাহজামাল সিরাজী। সমাবেশে উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আলহাজ¦ মুনসী সাইফুল বারী ডাবলু, শ.ম হাফিজুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক নাজমুল আলম খোকন, আ.লীগ নেতা গোলাম হোসেন, আব্দুল ওহাব, রবিউল ইসলাম বাবু, স্বেচ্ছাসেবকলীগ নেতা রেজাউল করিম সিপ্লব, নূরে আলম সানি, ছাত্রলীগ নেতা হুমায়ুন কবির ড্যানি w সাহাদৎ হোসেন নিহাল বক্তব্য রাখেন। এই কর্মসূচিতে পৌর আওয়ামী লীগসহ উপজেলার দশটি ইউনিয়নের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।
এদিকে বুধবার রাতে তফসিল ঘোষণার পরপরই উপজেলা যুবলীগের উদ্যোগে আনন্দ মিছিল ও আতশবাজি করা হয়েছে। সংগঠনের সভাপতি তারিকুল ইসলাম তারেক ও সাধারণ সম্পাদক মোস্তাফিজার রহমাম ভুট্টোর নেতৃত্বে দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।