শুক্রবার, ০১ ডিসেম্বর ২০২৩, ১৭ অগ্রাহায়ণ ১৪৩০

নন্দীগ্রাম পৌরসভার আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

নন্দীগ্রাম পৌরসভার আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

সংগৃহীত

বগুড়ার নন্দীগ্রামে পৌরসভার আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। সন্ত্রাস, নাশকতা, মাদক, জুয়া, চুরি ও বাল্য বিবাহ প্রতিরোধে পৌরসভা হলরুমে এ সভার আয়োজন করা হয়।

বৃহস্পতিবার বিকেলে পৌরসভার আইনশৃঙ্খলা কমিটির সভাপতি ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মেয়র মো. আনিছুর রহমানের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন থানার পুলিশ পরিদর্শক (ওসি) আজমগীর হোসাইন আজম।

এসময় বীর মুক্তিযোদ্ধা শফিউল আলম ছবি, পরশউল্লাহ মন্ডল, পৌরসভার নির্বাহী কর্মকর্তা মো. শাহীন মাহমুদ, কাউন্সিলর রফিকুল ইসলাম অপু, আকরাম হোসেন, জুলফিকার আলী, শিক্ষক আব্দুল হাই, আওয়ামী লীগ নেতা আব্দুস সামাদ, মাহবুবুর রহমান বাবলু, আব্দুর রাজ্জাক খোকা, আব্দুল আজিজ, শাহজাহান আলী, মিজানুর রহমান মিজান, আব্দুস সাকিব, মোসলেম উদ্দিন, মকবুল হোসেন, পৌর কৃষকলীগের সভাপতি আশরাফুল ইসলাম সুমন ও মসজিদের ইমাম, শিক্ষক, রাজনৈতিকবৃন্দ, সাংবাদিকসহ সাধারণ জনগণ উপস্থিত ছিলেন।