শুক্রবার, ০১ ডিসেম্বর ২০২৩, ১৭ অগ্রাহায়ণ ১৪৩০

আদমদীঘিতে উপজেলায় আইন শৃংখলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

আদমদীঘিতে উপজেলায় আইন শৃংখলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

সংগৃহীত

আদমদীঘি উপজেলা আইন শৃংখলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। (১৭ নভেম্বর) ২০২৩ ইং উপজেলা পরিষদের হলরুমে বেলা ১১ টায় আদমদিঘী উপজেলা নির্বাহী অফিসার টুকটুক তালুকদারের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন আদমদিঘী উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব সিরাজুল ইসলাম খান রাজু।

এ সময় অন্যদের মাঝে বক্তব্য রাখেন, আদমদিঘী উপজেলা সহকারি (ভুমি) কর্মকর্তা মুনিরা সুলতানা, উপজেলা ভাইস চেয়ারম্যান মাহমুদুর রহমান পিন্টু, মহিলা ভাইস চেয়ারম্যান সালমা বেগম চাঁপা, কৃষি অফিসার মিঠু চন্দ্র অধিকারী, সিনিয়র মৎস্য অফিসার সুজয় পাল, স্বাস্থ্য পঃ পঃ কর্মকর্তা ডাঃ ফজলে রাব্বী, নির্বাহী প্রকৌশলী রিপন কুমার সাহা,উপজেলা শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) মশিউল ইসলাম, থানার অফিসার ইনচার্জ ওসি রেজাউল করিম, সান্তাহার রেলওয়ে থানার ওসি মোক্তার হোসেন, উপজেলা আ.লীগের সহ-সভাপতি আবু রেজা খান, ইউপি চেয়ারম্যান আব্দুল হক আবু, জিল্লুর রহমান, সাংবাদিক খায়রুল ইসলাম, উপজেলা পুজা উদযাপন কমিটি পরিষদের সাধারন সম্পাদক মিহির কুমার সরকার প্রমুখ। পরে উপজেলা পরিষদের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়।