শুক্রবার, ০১ ডিসেম্বর ২০২৩, ১৭ অগ্রাহায়ণ ১৪৩০

শাজাহানপুরে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

শাজাহানপুরে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

সংগৃহীত

বগুড়ার শাজাহানপুরে মাড়িয়া যুব কল্যান সংঘের উদ্যোগে বীরমুক্তিযোদ্ধা আব্দুল হাকিম স্মরণে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে মাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে প্রধান অতিথি হিসেবে ফাইনাল খেলার শুভ উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রভাষক সোহরাব হোসেন ছান্নু।

মাড়িয়া যুব কল্যান সংঘের সভাপতি বাদশা সরকার সভাপতিত্বে উপস্থিত ছিলেন থানার অফিসার ইনচার্জ শহিদুল ইসলাম, আমরুল ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম বিমান, উপজেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক আসাদুজ্জামান লিটন, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক বাদশা আলমগীর, উপজেলা ছাত্রলীগের সভাপতি রাকিবুল ইসলাম রঞ্জু, বিশিষ্ট ব্যবসায়ী শাহাদাত হোসেন, ঠিকাদার আমিনুর ইসলাম, উপজেলা যুবলীগ সদস্য শাহাদাত হোসেন, ছাত্রলীগের সহ-সভাপতি নাজমুল সাকিব, মাড়িয়া যুব কল্যান সংঘের সাধারণ সম্পাদক শাহ আলী খন্দকার সহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্তিত ছিলেন।

ফুটবল টুর্নামেন্টে ফাইনালে কালশিমাটি কৃষক সমিতি ১-০ গোলে বিষ্ণুপুর তরুণ সংঘকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়।