
সংগৃহীত
বগুড়া জেলা উন্নয়ন সমন্বয় কমিটির এক সভা রোববার জেলা প্রশাসকের কার্যালয়ে সকাল সাড়ে ১১ টায় অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মো: সাইফুল ইসলাম।
সভায় জেলা প্রশাসক তার উদ্বোধনী বক্তব্যে বলেন, দ্বাদশ নির্বাচনের তফসীল ঘোষনার পর আমরা এখন নির্বাচন কমিশনের অধিন। রাজনৈতিক কর্মসূচির কারনে যেন সকল উন্নয়ন কর্মসূচি থেমে না যায় তার জন্য সতর্ক থাকতে হবে। আমরা সুষ্ঠু, অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচন পরিচালনা করতে বদ্ধপরিকর।
তিনি বলেন, নির্বাচন অবাধ ও সুষ্ঠু করতে যা যা দরকার তাই করবো। নির্বাচনী তফসীল ঘোষানর পর আমাদের দায়িত্ব আছে। নির্বাচন প্রশ্নে আমদের কথায় ও আাচরনে নির্বাচন কমিশন বিব্রত বোধ না করে। রাজনৈতিক যে কোন কর্মসূচিতে উন্নয়ন কাজে প্রয়োজনে আইনশৃংখলা বাহিনী সহায়তা দেবে।
এছাড়াও জেলায় সকল উন্নয়ণ কাজ যেমন সাসেক্স-২ অধিনে বগুড়া অংশের যে ফোরলেনের কাজ চলছে তা নির্দিষ্ট সময়ের মধ্যে শেষ হবে বলে জানান এই কর্মকর্তা বৃন্দ।
সভায় বক্তব্য রাখেন জেলার অতিরিক্ত পুলিশ সুপার মোতাহার হোসেন, জেলা সিভিল সার্জন মোহাম্মদ শফিউল আজম, অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ আল মারুফ, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পচিালক মতলুবর রহমান প্রমুখ।