শুক্রবার, ০১ ডিসেম্বর ২০২৩, ১৬ অগ্রাহায়ণ ১৪৩০

শেরপুরে হরতালের প্রতিবাদে আঃলীগের বিক্ষোভ মিছিল

শেরপুরে হরতালের প্রতিবাদে আঃলীগের বিক্ষোভ মিছিল

সংগৃহীত

নির্বাচন কমিশনের ঘোষিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনী তফশিলের প্রতিবাদের বিএনপির ডাকা ৪৮ ঘন্টা হরতাল প্রত্যাখ্যান করে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে শেরপুর উপজেলা আওয়ামীলীগ।

রবিবার শহরের স্থানীয় বাসস্ট্যান্ডে দলীয় কার্যালয়ের সামনে উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে এই কর্মসূচি পালন করা হয়। শেরপুর পৌর আওয়ামীলীগ সভাপতি সারওয়ার রহমান মিন্টু এবং উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সুলতান মাহমুদের নেতৃত্বে  বিক্ষোভ মিছিলটি মহাসড়কের বাসস্ট্যান্ড হতে হাসপাতাল রোড পর্যন্ত সড়ক প্রদক্ষিণ করে দলীয় কার্যালয়ে এসে সমাপ্ত হয় । পরে দলীয় কার্যালয়ের সামনে সমাবেশ অনুষ্ঠিত হয় ।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আলহাজ্ব মুনসী সাইফুল বারী ডাবলু, শাহ জামাল সিরাজী, পৌর আওয়ামীলীগের সভাপতি সরোয়ার রহমান মিন্টু, সাধারণ সম্পাদক গোলাম হোসেন, আ.লীগ নেতা নাজমুল আলম খোকন, কামাল সেখ, আওয়ামীলীগ নেতা আব্দুল হান্নান, আবিদ হাসান সুমন, স্বেচ্ছাসেবকলীগ নেতা রেজাউল করিম সিপব, নুরে আলম সানি, শ্রমিকলীগ নেতা কামাল শেখ, কারিমুল ইসলাম, ছাত্রলীগ নেতা হুমায়ুন কবির ড্যানি, সাদাত হোসেন নিহাল সহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নের্তৃবৃন্দরা।