শুক্রবার, ০১ ডিসেম্বর ২০২৩, ১৭ অগ্রাহায়ণ ১৪৩০

শিবগঞ্জে আওয়ামী লীগের হরতালের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও সমাবেশ

শিবগঞ্জে আওয়ামী লীগের হরতালের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও সমাবেশ

সংগৃহীত

বিএনপি-জামায়াতের ডাকা হরতালের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে শিবগঞ্জ উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

রোববার বিকাল ৫টায় শিবগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোস্তাফিজার রহমান মোস্তা ও সাধারণ সম্পাদক পৌর মেয়র, তৌহিদুর রহমান মানিক এর নির্দেশনায়, রায়নগর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি শাহজাহান কাজীর সভাপতিত্বে, মহাস্থান বন্দর ফুটওভার ব্রিজ এলাকা থেকে বিশাল একটি বিক্ষোভ মিছিল বের হয়ে মহাসড়ক প্রদক্ষিণ শেষে একটি সমাবেশের আয়োজন করা হয়। সমাবেশে বগুড়া জেলা আওয়ামী যুবলীগের সাংগঠনিক সম্পাদক সাজেদুর রহমান সিজু বলেন, হরতাল ও অবরোধের নামে বিএনপি-জামায়াতের দেশ বিরোধী সন্ত্রাস ও সহিংস কর্মকাণ্ড মেনে নেওয়া যায় না। তাদের কর্মকাণ্ডের বিরুদ্ধে সর্বস্তরের মানুষকে ঐক্যবদ্ধ থাকতে হবে। তারা আরও বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে নৌকায় ভোট দিয়ে শেখ হাসিনার নেতৃত্বে স্মার্ট বাংলাদেশ গড়তে হবে। একমাত্র শেখ হাসিনাই দেশের মানুষকে শান্তিতে ও নিরাপদে রাখতে পারবে বলেও তারা মন্তব্য করেন।

শান্তি সমাবেশ সঞ্চালনা করেন, শিবগঞ্জ উপজেলা আওয়ামীলীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক আল আমিন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের কার্য নির্বাহী সদস্য আলহাজ্ব বাবুল মিয়া বাবু, উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি আব্দুস সাত্তার, সাংগঠনিক সম্পাদক তাজুল ইসলাম, ইউনিয়ন আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক রিপু মিয়া,মহাস্থান বন্দর আওয়ামীলীগের সভাপতি আব্দুর রশিদ বজলু,সাধারণ সম্পাদক আব্দুল খালেক।

৮নং ওয়ার্ড আওয়ামীলীগ নেতা ইমদাদুল হক মিলন,আমিনুর রহমান পাপুল, বাবু মিয়া, শাহিন, শরিফুল ইসলাম, শহিদুল ইসলাম, রোজেন, রেজাউল, আরমান, সুমন, দোলন, রবিন, অমিত, সিজান, সজিব, শাহ আলী, মিনারুল, রাব্বী হাসান, জিহাদ হাসান, রবিউল ইসলাম রবি, রানু মিয়া, মিনারুল ইসলাম মহসিন হোসেন, হৃদয়, হারুন, মিঠু মিয়া, শিপন মিয়া, রকি, ইনফাজুল ইসলাম, ইউনিয়ন যুবলীগের সভাপতি রবিউল ইসলাম, সাধারণ সম্পাদক ওয়াজির তাবিব ছনি, সাংগঠনিক সম্পাদক সোয়াইব আকন্দ, সিনিয়র যুগ্ন সাধারণ সম্পাদক সাব্বির হোসেন (সবেরিন) ইউনিয়ন যুবলীগের অর্থ বিষয়ক সম্পাদক মেহেদী হাসান বাবু সহ আওয়ামীলীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।