শুক্রবার, ০১ ডিসেম্বর ২০২৩, ১৭ অগ্রাহায়ণ ১৪৩০

বগুড়ায় আওয়ামী লীগ-যুবলীগের হরতাল বিরোধী মিছিল

বগুড়ায় আওয়ামী লীগ-যুবলীগের হরতাল বিরোধী মিছিল

সংগৃহীত

সারাদেশে বিএনপি-জামায়াতের ডাকা হরতাল, নৈরাজ্য ও সন্ত্রাসের বিরুদ্ধে বগুড়ায় বিক্ষোভ মিছিল করেছে আওয়ামী লীগ ও যুবলীগ। সোমবার বেলা ১২টায় মিছিলটি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। 

মিছিলে অংশ নেয় বগুড়া জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অ্যাডভোকেট মকবুল হোসেন মুকুল, যুগ্ম সাধারণ সম্পাদক মঞ্জুরুল আলম মোহন, শ্রম সম্পাদক রুহুল মোমিন তারিক, যুব ও ক্রীড়া সম্পাদক মাশরাফি হিরো, পৌর আওয়ামী লীগের সভাপতি রফি নেওয়াজ খান রবিন, জেলা যুবলীগের সভাপতি শুভাশিষ পোদ্দার লিটন, সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম ডাবলু, জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবিহা সাবরিন পিংকি, অধ্যক্ষ শহিদুল ইসলাম দুলু, জেলা যুব মহিলা লীগ নেত্রী ডালিয়া নাসরনি রিক্তা, শহর আওয়ামী লীগ নেতা অ্যাডোনিস বাবু তালুকদার, যুবলীগ নেতা রেজাউল করিম ডাবলু, এম আর ইসলাম রফিকসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। মিছিল শেষে দলীয় কার্যালয়ের সামনে সমাবেশ অনুষ্ঠিত হয়। 

সূত্র: বাংলাদেশ প্রতিদিন