শনিবার, ২৭ জুলাই ২০২৪, ১১ শ্রাবণ ১৪৩১

সোনাতলায় অভ্যন্তরীণ আমন ধান সংগ্রহ এর উদ্বোধন

সোনাতলায় অভ্যন্তরীণ আমন ধান সংগ্রহ এর উদ্বোধন

সংগৃহীত

মঙ্গলবার বিকেলে বগুড়ার সোনাতলায় অভ্যন্তরীণ আমন সংগ্রহ এর উদ্বোধন করা হয়েছে। উপজেলা সংগ্রহ ও মনিটরিং কমিটি এবং সোনাতলা এলএসডি’র আয়োজনে সোনাতলা উপজেলা খাদ্যগুদামে অভ্যন্তরীণ আমন সংগ্রহের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রাবেয়া আসফার সায়মা।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কে এম গোলাম রব্বানী, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সোহরাব হোসেন, উপজেলা মৎস্য কর্মকর্তা হাফিজুর রহমান, চালকল মালিক সমিতির সভাপতি সিরাজুল ইসলাম, পৌরসভার প্যানেল মেয়র মশিউর রহমান রানা, সোনাতলা খাদ্যগুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা হাফিজুর রহমান, হরিখালী খাদ্যগুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ গোলাম মোস্তফা, উপজেলা খাদ্য পরিদর্শক খন্দকার আবু সাঈদ, মিলার আবুল কালাম আজাদ পুটু, প্রেসক্লাবের সভাপতি নিপুন আনোয়ার কাজল, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অসীম কুমার জৈন নতুন, উপজেলা কৃষকলীগের সভাপতি আবু লায়েছ হোসেন নাহিদ।

এর আগে কৃষকের অ্যাপের মাধ্যমে আবেদনকৃত কৃষকদের মধ্য থেকে স্বয়ংক্রিয়ভাবে লটারি করেন উপজেলা নির্বাহী অফিসার রাবেয়া আসফার সায়মা। লটারিতে সোনাতলা উপজেলায় ১২৪ জন কৃষক নির্বাচিত হয়েছেন। এবছর সোনাতলা উপজেলায় ৪৪ টাকা কেজি দরে ৭৮৪ টন চাল এবং ৩০ টাকা কেজি দরে ৩৭৪ টন ধান ক্রয় করা হবে।

সর্বশেষ: