শনিবার, ২৭ জুলাই ২০২৪, ১২ শ্রাবণ ১৪৩১

কাহালুর শিক্ষক ও শিক্ষার্থীদের মাঝে প্রণোদনার টাকা বিতরণ

কাহালুর শিক্ষক ও শিক্ষার্থীদের মাঝে প্রণোদনার টাকা বিতরণ

সংগৃহীত

মঙ্গলবার বিকেলে বগুড়ার কাহালু উপজেলা পরিষদ অডিটোরিয়াম হলরুমে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে পারফরমেন্স বেজড গ্র্যান্টস ফর সেকেন্ডারি ইন্সিটিটিউপনস স্কিম এর আওতায় ২০২৩-২৪ অর্থ বছরের অনুদানপ্রাপ্ত উপজেলার ১০টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীদের মাঝে প্রণোদনার ৫০ লক্ষ টাকা বিতরণ অনুষ্টান অনুষ্ঠিত হয়। 

বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কাহালু উপজেলা নির্বাহি অফিসার মোছা. মেরিনা আফরোজ। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কাহালু উপজেলা চেয়ারম্যান আল হাসিবুল হাসান কবিরাজ সুরুজ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কাহালু উপজেলা ভাইস চেয়ারম্যান রওশন আকতার। 

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন কাহালু উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. রুহুল আমিন। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা একাডেমিক সুপার ভাইজার রিফাত আকতার খানম, কাহালু সিদ্দিকীয়া ফাজিল (ডিগ্রী) মাদ্রাসার অধ্যক্ষ এ বি এম হাফিজুর রহমান, উপজেলা বেসরকারী মাধ্যমিক শিক্ষক/কর্মচারী কল্যাণ সমিতির সভাপতি ও নিশ্চিন্তপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. রফিকুল ইসলাম, কাহালু তাইরুন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. বেলাল উদ্দিন প্রামানিক প্রমূখ। 

উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কাহালু প্রেসক্লাবের সভাপতি ইউনুস আলী টনি, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক এম এ মতিন সহ ১০টি শিক্ষা প্রতিষ্ঠানের সকল শিক্ষক/শিক্ষিকা ও প্রতি প্রতিষ্ঠান হতে ১৫ জন করে শিক্ষার্থীবৃ›ন্দ। 

সর্বশেষ: