শনিবার, ২৭ জুলাই ২০২৪, ১২ শ্রাবণ ১৪৩১

১৫ বছরে বদলে যাওয়া বগুড়া সদরের গল্প

হামরা বগুড়ার ছোল, পুঁটি মাছ মারবার য্যায়া মারে আনি বোল। আঞ্চলিক এই মজার বাক্যটি অনেকেই শুনেছেন। হ্যাঁ, আমাদের আজকের গল্প বগুড়াকে নিয়ে। যেই বগুড়ার দইয়ে মজেছে পুরো বাংলাদেশ। নগরের বনানীর পথ ধরে বগুড়া শহরে প্রবেশ করার সময়ে চার লেনের বিশাল সড়ক আর সড়ক বিভাজনের মাঝখানের সবুজ গাছ শোভিত দৃশ্য শহরের উন্নয়ন সম্পর্কে ইতিবাচক ধারণা দেয়। বগুড়া সদরের উন্নয়নেও নিজ জেলার রাজনৈতিক নেতাদের বিশেষ ভূমিকাই মুখ্য। বগুড়া সদরের ভৌত অবকাঠামো অনেক উন্নত। যা স্মার্ট বাংলাদেশ গড়তে বিশেষ ভুমিকা রাখছে। করতোয়া-নাগর-যমুনা-বাঙ্গালী নদীবিধৌত বগুড়ার ইতিহাস-ঐতিহ্য অনেক পুরোনো। কিংবদন্তিতুল্য বেহুলা-লখিন্দরের বাসরঘর বগুড়ার মহাস্থান গড়ে অবস্থিত।

বগুড়ায় শিক্ষাপ্রতিষ্ঠানও অনেক। শুধু বগুড়া জেলাতেই সরকারি কলেজের সংখ্যা ছয়টি। মেডিকেল কলেজ, নার্সিং ইনস্টিটিউট, বেসরকারি বিশ্ববিদ্যালয়, বেসরকারি মেডিকেল কলেজ রয়েছে। হারম্যান মেইনার স্কুল অ্যান্ড কলেজ, ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, বগুড়া জিলা স্কুল, সরকারি বালিকা উচ্চবিদ্যালয়সহ বেশ কয়েকটি ভালো মানের শিক্ষাপ্রতিষ্ঠানও রয়েছে। বগুড়া বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় নির্মাণের ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। যেই বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নির্মাণ কাজ বন্ধ করে দিয়েছিল বিএনপি সরকারের আমলে। বগুড়া শহরের উন্নয়নে  ভূমিকা রেখেছে আওয়ামী লীগ সরকার, নির্মিত হয়েছে বগুড়া সদরের চারমাথা ওভারপাস, বগুড়া শহরস্থ বারোপুর মোড় ওভারপাস, নির্মাণাধীন রয়েছে তিন মাথা ওভারপাস। যার সুবিধা ভোগ করছে বগুড়ার সর্বস্তরের নাগরিক।

একটি জেলা শহর হিসেবে বগুড়ায় যত ভৌত উন্নয়ন হয়েছে, দেশের আর কোনো জেলা শহরে এত উন্নয়ন হয়নি। উত্তরাঞ্চলের শিল্প রাজধানী বলে খ্যাত এই বগুড়া শহর। উন্নয়ন নিয়ে বগুড়াবাসীর মধ্যে তৃপ্তির ঢেকুর আছে, প্রত্যাশা আছে আরও উন্নয়নের।

বগুড়া সদরের উন্নয়নের তালিকায় যুক্ত হয়েছে জেলা পরিবার পরিকল্পনা কার্যালয় ভবন, জেলা পরিবার পরিকল্পনা কার্যালয় নির্মাণাধীন নতুন ভবন, জিয়াউর রহমান মেডিকেল কলেজের বর্জ্য ব্যবস্থাপনা নির্মাণাধীন ভবন, সদর উপজেলাধীন নুনগোলা ইউনিয়নে ১০ শয্যা বিশিষ্ট মা ও শিশু কল্যাণ কেন্দ্রসহ নান্দনিক সব স্থাপনা।

বগুড়া সদরের জনগনের দীর্ঘদিনের স্বপ্নের শাহ ফতেহ আলী সেতু নির্মিত হচ্ছে। এই সেতুর নির্মাণ কাজ শুরু হওয়ায় বগুড়া সদরের লাখো মানুষের দীর্ঘদিনের দুর্ভোগ লাঘব হতে যাচ্ছে।  ঠিক এভাবেই উন্নয়নের ঝুলে নিয়ে বারবার ফিরে আসুক আওয়ামী লীগ সরকার এমনটাই প্রত্যাশা স্থানীয় জনগণের।

সর্বশেষ: