শনিবার, ২৭ জুলাই ২০২৪, ১১ শ্রাবণ ১৪৩১

উন্নয়নের গাবতলী – শাজাহানপুর পথ চলা

নৈসর্গিক প্রকৃতির সৌন্দর্যে ঘেরা বগুড়া জেলার গাবতলী এবং শাজাহানপুর উপজেলা। গ্রামের মাঝে সারি সারি পাকা রাস্তা জানান দেয় আধুনিক ও স্মার্ট উপজেলার। আর শাহজাহানপুর এর পাল পাড়ার মৃৎ শিল্পীরা মনে করিয়ে দেয় এই উপজেলার অতীত ঐতিহ্য। আজ গাবতলী ও শাহজাহানপুর এক বিস্ময়ের নাম।

গাবতলী এবং শাজাহানপুর সমান তালে উন্নত হয়েছে। হয়েছে ডিজিটাল এগিয়ে চলছে স্মার্ট বাংলাদেশের পথে।  বগুড়া শাজাহানপুর উপজেলার বীরগ্রামে নির্মিত হয়েছে ১১৩ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্র। যেই বিদ্যুৎ যোগ হচ্ছে জাতীয় গ্রিডে। গৃহহীনদের ঘর প্রদান ও গাবতলী উপজেলাকে গৃহহীন মুক্ত ঘোষণা করার পরে সকলকে বৃক্ষ প্রদান।

শিক্ষার প্রসারে নির্মাণ করা হয়েছে শাহজাহানপুর জামুন্না পল্লী বন্ধু হাইস্কুল এন্ড কলেজ, গাবতলীতে দূর্গাহাটা উচ্চ বিদ্যালয় , শাজাহানপুরে বড়পাথার উচ্চ বিদ্যালয়,  রানীরহাট উচ্চ বিদ্যালয় , সুলতানগঞ্জ উচ্চ বিদ্যালয়।

দৃশ্যমান এসব উন্নয়নে প্রতিটি মানুষ নতুন দিনের স্বপ্ন দেখছেন। আর তাদের ভাষ্য, বঙ্গবন্ধু কন্যার হাত ধরেই এই স্বপ্নের দিকে ধাবিত হবেন তারা।

সর্বশেষ: