শনিবার, ২৭ জুলাই ২০২৪, ১২ শ্রাবণ ১৪৩১

দুপচাঁচিয়ায় অভ্যন্তরীন আমন ধান-চাল সংগ্রহের উদ্বোধন

দুপচাঁচিয়ায় অভ্যন্তরীন আমন ধান-চাল সংগ্রহের উদ্বোধন

সংগৃহীত

চলতি আমন মৌসুমে অভ্যন্তরীন আমন ধান-চাল সংগ্রহের উদ্বোধন করা হয়েছে। গত ২৯নভেম্বর বুধবার দুপুরে দুপচাঁচিয়া উপজেলা প্রশাসন ও উপজেলা খাদ্য বিভাগের আয়োজনে দুপচাঁচিয়া খাদ্য গুদামে এ ধান-চাল সংগ্রহের উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব ফজলুল হক ও উপজেলা নির্বাহী অফিসার সুমন জিহাদী।

এসময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) লিজা আক্তার বিথী, উপজেলা আ’লীগের সভাপতি আমিনুর রহমান, সাধারণ সম্পাদক এমদাদুল হক, থানার অফিসার ইনচার্জ সনাতন চন্দ্র সরকার, উপজেলা আ’লীগের কোষাধ্যক্ষ সুমুনুজ্জামান সুমন, উপদপ্তর সম্পাদক সোহেল মাহমুদ সূজা, উপজেলা কৃষকলীগের সভাপতি নূর ইসলাম টগর, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক রেবেকা সিদ্দিকা, দুপচাঁচিয়া খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা শফিউল ইসলাম, উপজেলা বণিক সমিতির সাধারণ সম্পাদক আলহাজ্ব আব্দুল আলী প্রমুখ। এ উপজেলায় এ মৌসুমে বরাদ্দকৃত ৩০টাকা কেজি দরে ৪৪৯ মে.টন ধান ও ৪৪টাকা কেজি দরে ৩হাজার ৭০১মে.টন চাল সংগ্রহ করা হবে। ২৩ নভেম্বর শুরু হয়ে আগামী ২৮ ফেব্রুয়ারি/২০২৪ইং পর্যন্ত এ ধান-চাল সংগ্রহ করা হবে।

সর্বশেষ: