শনিবার, ২৭ জুলাই ২০২৪, ১১ শ্রাবণ ১৪৩১

বগুড়ায় শুরু হচ্ছে দুই দিনব্যাপী কবি সম্মেলন

বগুড়ায় শুরু হচ্ছে দুই দিনব্যাপী কবি সম্মেলন

সংগৃহীত

বগুড়া জেলা পরিষদ মিলনায়তনে শুরু হচ্ছে দুই দিনব্যাপী কবি সম্মেলন। বগুড়া লেখক চক্রের আয়োজনে প্রতিবছরের মতো এবছরও বাংলাদেশ এবং ভারতের দুই শতাধিক কবি সাহিত্যিক সম্মেলনে অংশগ্রহণ করবেন।

আজ সকাল ১০টায় কবি সম্মেলনের উদ্বোধন করবেন জেলা আ.লীগের সাধারণ সম্পাদক রাগেবুল আহসান রিপু এবং প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক নাট্যজন লিয়াকত আলী লাকী।  

উদ্বোধনী পর্বে সংগঠনের উপদেষ্টা কবি প্রাবন্ধিক বজলুল করিম বাহারের সভাপতিত্বে সম্মানিত অতিথি হিসাবে উপস্থিত থাকবেন বগুড়া পুলিশ সুপার (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) কবি সুদীপ কুমার চক্তবর্ত্তী বিপিএম পিপিএম, দৈনিক করতোয়ার সম্পাদক মোজাম্মেল হক, বগুড়া প্রেসক্লাবের সভাপতি মাহমুদুল আলম নয়ন, সদর উপজেলা চেয়ারম্যান আবু সুফিয়ান শফিক, প্রশিকা’র চেয়ারম্যান রোকেয়া ইসলাম প্রমুখ দুই দিনে ১৬টি পর্বে কবিরা অংশগ্রহণ করবেন কবিতা পাঠ, আড্ডা, সেমিনার এবং বিষয়ভিত্তিক আলোচনায়। পুরস্কার প্রদান পর্বে প্রধান অতিথি হিসাবে থাকবেন কবি আসাদ মান্নান, প্রধান আলোচক থাকবেন সমবায় অধিদপ্তরের সাবেক মহাপরিচালক আমিনুল ইসলাম, সাবেক রাষ্ট্রদূত কথাসাহিত্যিক ইকতিয়ার চৌধুরী, টিএমএসএস এর নির্বাহী পরিচালক অধ্যাপিকা ড. হোসনে আরা বেগম, কবি মাকিদ হায়দার, কবি সুনীল মাজি প্রমুখ। ২য় দিন শনিবার সাংস্কৃতিক অনুষ্ঠানে থাকবে প্রশিকার নাটক ‘বীর পিয়ার চাঁদ’। নাটকটি রচনা করেছেন কুমার প্রীতিশ বল এবং নির্দেশনা দিয়েছেন দেবাশীষ ঘোষ। বগুড়া লেখক চক্রের সভাপতি কবি ইসলাম রফিক সকলকে কবি সম্মেলনে অংশগ্রহণের জন্য আমন্ত্রণ জানিয়েছেন এবং সবার সহযোগিতা কামনা করেছেন। উল্লেখ্য, কবি সম্মেলন উপলক্ষে ইতোমধ্যে প্রকাশিত হয়েছে সংগঠনের মুখপত্র ‘ঈক্ষণ’, স্যুভেনীর ‘পুণ্ড্রনগর’, ‘নিওর’সহ একাধিক প্রকাশনা।

 

সর্বশেষ: