শনিবার, ২৭ জুলাই ২০২৪, ১১ শ্রাবণ ১৪৩১

তালোড়ায় মাটি কাটার অপরাধে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা

তালোড়ায় মাটি কাটার অপরাধে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা

সংগৃহীত

বগুড়া দুপচাঁচিয়া উপজেলার তালোড়া চৌধুরীপাড়া এলাকায় নাগর নদের পাশ থেকে অবৈধভাবে মাটি কাটার অভিযোগে ভ্রাম্যমাণ আদালত পরিরচালনা করে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

রোববার (৪ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট এসি-ল্যান্ড লিজা আক্তার বিথী এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

জানা গেছে, দুপচাঁচিয়া উপজেলার তালোড়া চৌধুরীপাড়া এলাকায় অর্থলিপ্সু এক শ্রেণির মাটি ব্যবসায়ী এক্সেভেটর মেশিন (ভেকু) দিয়ে নাগর নদের পাশ থেকে মাটি কাটছিল। গোপন সূত্রে খবর পেয়ে আজ রোববার (৪ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট এসি-ল্যান্ড লিজা আক্তার বিথী পুলিশ ফোর্সসহ ওই এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

এ সময় ভ্রাম্যমান আদালত অবৈধভাবে মাটি কাটার অপরাধে তালোড়া চৌধুরীপাড়ার আজাদ হোসেনের ৫০ হাজার টাকা জরিমানা করেন। এসিল্যান্ড লিজা আক্তার বিথী জানান, নাগর নদ থেকে অবৈধ বালু ও মাটি উত্তোলনের বন্ধে এই অভিযান অব্যাহত থাকবে।

সর্বশেষ: