মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর ২০২৫, ১ আশ্বিন ১৪৩২

শেরপুরে এসআর কেমিক্যাল ইন্ডাষ্ট্রিকে ১ লক্ষ টাকা জরিমানা

শেরপুরে এসআর কেমিক্যাল ইন্ডাষ্ট্রিকে ১ লক্ষ টাকা জরিমানা

সংগৃহীত

বগুড়ার শেরপুরে পরিবেশ দুষণের দায়ে এসআর কেমিক্যাল ইন্ট্রাষ্ট্রিকে এবার ১ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে। বুধবাল (৭ ফেব্রুয়ারি) বিকালে উপজেলার মির্জাপুর ইউনিয়নের রাজাপুরে অবস্থিত এই কেমিক্যাল কারখানাকে এই জরিমানা করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন শেরপুর উপজেলা নির্বাহী অফিসার মো. সুমন জিহাদী। এসময় পরিবেশ অধিদপ্তর রাজশাহী অঞ্চলের উপ-পরিচালক মাহাথির মোহাম্মদ, শেরপুর উপজেলার সহকারি কমিশনার ভূমি এসএম রেজাউল করিম, শেরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) রেজাউল করিম, র‌্যাব-১২ বগুড়া ক্যাম্পের কর্মকর্তাসহ বিশেষজ্ঞরা ও আইনশৃংখলা রক্ষাকারী বাহিনী উপস্থিত ছিলেন।

শেরপুর উপজেলা নির্বাহী অফিসার মো. সুমন জিহাদী জানান, পরিদর্শনকালে ওই কারখানায় পরিবেশ আইনে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া এর আগে পরিবেশ অধিদপ্তর কর্তৃক করা দশ লাখ টাকা জরিমানার আপিল পরবর্তী নির্দেশনা সঠিকভাবে প্রতিপালন করার জন্য সময় দেয়া হয়।

সর্বশেষ:

শিরোনাম: