শনিবার, ২৭ জুলাই ২০২৪, ১১ শ্রাবণ ১৪৩১

বগুড়ায় এই মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড

বগুড়ায় এই মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড

সংগৃহীত

বগুড়ায় তাপমাত্রা বেড়েই চলেছে। শনিবার বেলা ৩টায় জেলায় মৌসুমের সর্বোচ্চ ৩৬ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। যা এই মৌসুমের এখন পর্যন্ত সর্বোচ্চ তাপমাত্রা।  অসহনীয় গরমে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। এ তথ্য নিশ্চিত করেছেন বগুড়া আবহাওয়া অফিসের উচ্চ পর্যবেক্ষক শাহ আলম। 

তিনি জানান, এ জেলায় মৃদু তাপপ্রবাহ চলছে। বৃষ্টি না হওয়া পর্যন্ত তাপমাত্রা কমার সম্ভাবনা কম। আজ বেলা তিনটায় জেলায় সর্বোচ্চ ৩৬ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। যা এই মৌসুমের সর্বোচ্চ।   

তিনি আরও জানান, পূর্বাভাস অনুযায়ী আগামী ৭২ ঘণ্টা এ মৃদু তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে৷ ফলে তাপমাত্রা আরও বাড়ার আশংকা রয়েছে। এছাড়াও বৃষ্টির সম্ভাবনা একদমই কম দেখা যাচ্ছে৷

সর্বশেষ: