বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর ২০২৪, ২৮ অগ্রাহায়ণ ১৪৩১

বগুড়ায় মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখায় সাতটি দোকানে জরিমানা

বগুড়ায় মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখায় সাতটি দোকানে জরিমানা

সংগৃহীত

বগুড়ায় মেয়াদোত্তীর্ণ ওষুধসহ স্যাম্পল রাখায় সাতটি ওষুধের দোকানকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। সোমবার দুপুরে দুপচাঁচিয়া উপজেলায় হাসপাতাল রোড এলাকায় বিভিন্ন ওষুদের দোকানে অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়।

এতে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ইউএনও জান্নাত আরা তিথি। ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, মেয়াদোত্তীর্ণ ওষুধ ও স্যাম্পল রাখার অপরাধে আলহাজ্ব আবু বক্কর সিদ্দিক তোতার মালিকানাধীন মেসার্স তোতা মেডিকেল স্টোরের ১০ হাজার টাকা, রাজু আহম্মেদের মালিকানাধীন মাহিন ফার্মেসীকে ৫ হাজার টাকা, দেলোয়ার হোসেনের মালিকানাধীন রিপন ফার্মেসীর ৫ হাজার টাকা, নজরুল ইসলামের মালিকানাধীন মৌসুমি ফার্মেসীর ৫ হাজার টাকা, মতিউর রহমানের মালিকানাধীন সেতু ফার্মেসীর ৫ হাজার টাকা, গোলাম মোস্তফার মালিকানাধীন আর এস উত্তরা ফার্মেসীর ২ হাজার টাকা, জনি সাহার মালিকানাধীন তমা ফার্মেসীর ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার জান্নাত আরা তিথি জানান, মানুষের জীবন রক্ষাকারী মেয়াদ উত্তীর্ণ ওষুধ বিক্রি বন্ধের লক্ষ্যে এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এই অভিযান অব্যাহত থাকবে।

সর্বশেষ: