বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর ২০২৪, ২৮ অগ্রাহায়ণ ১৪৩১

নন্দীগ্রামে শান্তি-শৃঙ্খলা রক্ষার্থে আইন-শৃঙ্খলা সংক্রান্ত বিশেষ সভা অনুষ্ঠিত

নন্দীগ্রামে শান্তি-শৃঙ্খলা রক্ষার্থে আইন-শৃঙ্খলা সংক্রান্ত বিশেষ সভা অনুষ্ঠিত

সংগৃহীত

দেশের চলমান উদ্ভূত পরিস্থিতি নিরসনে শান্তি-শৃঙ্খলা বজায় রাখার লক্ষে বগুড়ার নন্দীগ্রামে আইন-শৃঙ্খলা সংক্রান্ত বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে।

১৩ই আগস্ট (মঙ্গলবার) বেলা সাড়ে ১১টায় নন্দীগ্রাম উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা  নির্বাহী অফিসার মো: হুমায়ুন কবির এর সভাপতিত্বে ও উপজেলা কৃষি কর্মকর্তা মো: গাজীউল হকের সঞ্চালনায় বক্তব্য রাখেন নন্দীগ্রাম উপজেলার দায়িত্বপ্রাপ্ত সেনা অফিসার ক্যাপ্টেন মো: সোয়াদ হোসেন, উপজেলা সহকারী কর্মকর্তা (ভূমি) রোহান সরকার, উপেজলা প্রাণীসম্পদ কর্মকর্তা কল্পনা রানী রায়, মৎস্য কর্মকর্তা আন্না রানী দাস,মহিলা ভাইস চেয়ারম্যান শ্রাবণী আক্তার বানু, নন্দীগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) আজমগীর হোসাইন, ইউপি চেয়ারম্যান জিয়াউর রহমান, রেজাউল করিম কামাল, আব্দুল মতিন, আবুল কালাম আজাদ, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন আদর, পৌর বিএনপির সভাপতি আলেকজান্ডার, সাধারণ সম্পাদক শফিউল আলম সুমন, পৌর বিএনপি নেতা গোলাম হোসেন, উপজেলা জামায়াতের আমীর আনোয়ার হোসেন, সাধারণ সম্পাদক রাজু আহম্মেদ, জামায়াত নেতা আব্দুস সাত্তার, নন্দীগ্রাম মিডিয়া সেন্টারের সভাপতি সিনিয়র সাংবাদিক ফজলুর রহমান, মডেল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক প্রভাষক জাকারিয়া লিটন, যুগ্ম-সাধারণ সম্পাদক প্রভাষক আব্দুর রউফ উজ্জল, সাংবাদিক মামুন আহম্মেদ, সরকারী মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শরিফুল ইসলাম, শিল্প-বণিক সমিতির সভাপতি আলহাজ্ব আব্দুল করিম সরদার, বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব শাবান আলী, বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব আব্দুর রহমান, উপজেলা ও পৌর ছাত্রদলের নেতৃবৃন্দ, ছাত্রসমাজের নেতৃবৃন্দ, স্কাউটস সদস্যবৃন্দ প্রমূখ।

উল্লেখ্য, দেশের চলমান উদ্ভূত পরিস্থিতে নন্দীগ্রাম উপজেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিত বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা অনুষ্ঠিত হয়।

সর্বশেষ: