বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

ঐক্যফ্রন্ট-বিএনপির শনিবার ইশতেহার ঘোষণা

ঐক্যফ্রন্ট-বিএনপির শনিবার ইশতেহার ঘোষণা

 

আগামী শনিবার (৮ ডিসেম্বর) জাতীয় ঐক্যফ্রন্ট ও বিএনপির অভিন্ন নির্বাচনী ইশতেহার ঘোষণা করা হবে এমনটা  বলেছেন, জাতীয় ঐক্যফ্রন্টের আহ্বায়ক ও গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন।

রাজধানীর পল্টনে জাতীয় ঐক্যফ্রন্টের নতুন কার্যালয় দেখতে এসে সাংবাদিকদের এ কথা জানান তিনি। কামাল হোসেন বলেন, ঐক্যফ্রন্ট ও বিএনপির একটিই ইশতেহার হবে।

নির্বাচন ও নির্বাচনী পরিবেশের বিষয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, পুলিশ কী ভূমিকা পালন করে, আপনারা তা খেয়াল রাখবেন। একইসঙ্গে সরকারি দলের প্রার্থীদের কর্মকাণ্ডের প্রতি নজর দেবেন।

ড. কামাল বলেন, সরকার ভেবেছিল ২০১৪ সালের ৫ জানুয়ারির মতো একটা যেনতেন নির্বাচন করে আবার ক্ষমতায় চলে আসবে। কিন্তু যখনই নির্বাচনে অংশ নেয়ার ঘোষণা দিয়েছি, তখনই সরকার অনিশ্চয়তার মধ্যে পড়ে গেছে।

এর আগে একাদশ সংসদ নির্বাচনের ইশতেহার তৈরির জন্য ছয় সদস্যের কমিটি করে জাতীয় ঐক্যফ্রন্ট। কমিটিতে সাংবাদিক মাহফুজ উল্লাহ, গণফোরাম থেকে আ ও ম শফিক উল্লাহ, নাগরিক ঐক্য থেকে ডা. জাহেদ উর রহমান, জেএসডি থেকে শহীদ উদ্দিন মাহমুদ স্বপন, কৃষক শ্রমিক জনতা লীগের অধ্যক্ষ ইকবাল সিদ্দিকী এবং ডা. জাফরুল্লাহ চৌধুরী আছেন।

ইতোমধ্যে ঐক্যফ্রন্টে থাকা দলগুলোর কাছ থেকে নিজ নিজ ইশতেহার সংগ্রহ করেছে কমিটি। শিগগিরই চূড়ান্তভাবে ইশতেহার প্রস্তুত করা হবে।

দৈনিক বগুড়া