শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

দুদকের হস্তক্ষেপে চা শ্রমিকরা অনুদানের টাকা পেলো ৮ মাস পর

দুদকের হস্তক্ষেপে চা শ্রমিকরা অনুদানের টাকা পেলো ৮ মাস পর

 

মৌলভীবাজারের রাজনগর উপজেলার ১২টি চা বাগানের শ্রমিকরা প্রায় ৮ মাস পর তাদের জন্য নির্ধারিত সরকারি অনুদানের ১ কোটি ২৩ লাখ ৯০ হাজার টাকা দুর্নীতি দমন কমিশনের হস্তক্ষেপে হাতে পেয়েছেন।

দুদকের সূত্রে জানা গেছে, রাজনগর উপজেলার ৩ ইউনিয়নের ১২টি চা বাগানের ২৪৭৮ জন শ্রমিকের অনুকূলে বাৎসরিক এককালীন সরকারি বরাদ্দকৃত টাকা স্থানীয় রাজনৈতিক কারণে বিতরণ করা যাচ্ছিল না। চা শ্রমিকদের এ দুর্ভোগের কথা দুর্নীতি দমন কমিশনের মহাপরিচালক (প্রশাসন) মোহাম্মাদ মুনীর চৌধুরী’র গোচরে আসলে তিনি দ্রুত চা শ্রমিকদের পাওনা অর্থ প্রদানে স্থানীয় প্রশাসনকে নির্দেশ দেন।

মুনীর চৌধুরীর নির্দেশে দুর্নীতি দমন কমিশনের হবিগঞ্জের সহকারী পরিচালক মো. এরশাদ মিয়া ও  উপসহকারী পরিচালক মো. আব্দুল মালেকের সমন্বয়ে একটি এনফোর্সমেন্ট দল গত ২১ জানুয়ারি সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী অফিসারের সাথে সাক্ষাৎ করে শ্রমিকদের অর্থ পরিশোধে বাঁধাসমূহ চিহ্নিত করেন। একইসঙ্গে সেসব সমস্যা নিরসনে প্রশাসনকে নির্দেশ দেন।

স্থানীয় উপজেলা নির্বাহী অফিসার দুর্নীতি দমন কমিশনের নির্দেশনা পেয়ে দ্রুত পদক্ষেপ নিয়ে গত ২৪ জানুয়ারি ১৭৩৩ জনকে তাদের প্রাপ্য ৮৬ লাখ ৬৫ হাজার টাকা পরিশোধ করেন।

এছাড়া ৬নং টেংরা ইউনিয়নে স্থানীয় জনপ্রতিনিধির কাছ থেকে প্রায় ৭৪৫ জন সুবিধাভোগীর তালিকা সংগ্রহ করে তাদের নামে পৃথক ব্যাংক হিসাব খুলে টাকা পরিশোধের কার্যক্রম গ্রহণ করেন।

এ বিষয়ে দুর্নীতি দমন কমিশনের মহাপরিচালক (প্রশাসন) ও এনফোর্সমেন্ট ইউনিটের প্রধান সমন্বয়ক মোহাম্মাদ মুনীর চৌধুরী বলেন, চা শ্রমিকদের প্রাপ্য অর্থ আটকিয়ে রাখা ক্ষমতার অপব্যবহার, যা দুর্নীতির নামান্তর। এক্ষেত্রে  চা শ্রমিকদের জন্য বাত্সরিক বরাদ্দকৃত অর্থ বিতরণ না করা শুধু ক্ষমতার অপব্যবহার নয়, মানবাধিকারেরও লঙ্ঘন।

তিনি আরো বলেন, শ্রমিকদের অর্থ আটকে রাখা মারাত্নক অন্যায়, যা সুশাসনের অন্তরায়। স্থানীয় প্রশাসন দুর্নীতি দমন কমিশনের আহ্বানে সাড়া দেয়ায় তাদেরকে ধন্যবাদ। দুর্নীতি দমন কমিশন সুশাসন শক্তিশালী করতে চায়, একইসঙ্গে সুশাসনের সুফল মানুষের দ্বারপ্রান্তে পৌঁছাতে চায়।

দৈনিক বগুড়া

সর্বশেষ:

শিরোনাম:

ইন্টার্ন চিকিৎসকদের ভাতা বাড়িয়ে প্রজ্ঞাপন
ট্রেনের টিকিট কালোবাজারি চিরতরে বন্ধ হবে: রেলমন্ত্রী
ঈদের ছুটিতে বগুড়ায় যমুনার পাড়ে বিনোদনপ্রেমীদের ঢল
১৪ কিলোমিটার আলপনা বিশ্বরেকর্ডের আশায়
বান্দরবানে পর্যটক ভ্রমণে দেয়া নির্দেশনা চারটি স্থগিত
তাপপ্রবাহ বাড়বে, পহেলা বৈশাখে তাপমাত্রা উঠতে পারে ৪০ ডিগ্রিতে
নেইমারের বাবার দেনা পরিশোধ করলেন আলভেজ
বো*মের মতো সিলিন্ডার বি*স্ফোরণ, করণীয় কী
আয়ারল্যান্ডের সর্বকনিষ্ঠ প্রধানমন্ত্রীকে শেখ হাসিনার অভিনন্দন
স্মার্টফোন থেকে ছবি মুছে গেলে উদ্ধার করবেন যেভাবে
বৈসাবি উৎসবের আমেজে ভাসছে ৩ পার্বত্য জেলা
জুমার দিনে যেসব কাজ ভুলেও করতে নেই