• শুক্রবার ২২ সেপ্টেম্বর ২০২৩ ||

  • আশ্বিন ৬ ১৪৩০

  • || ০৫ রবিউল আউয়াল ১৪৪৫

মেয়াদোত্তীর্ণ খাদ্যপণ্য যাচ্ছে সুপারশপে!

দৈনিক বগুড়া

প্রকাশিত: ২৬ ফেব্রুয়ারি ২০১৯  

 

রাজধানীর তেজগাঁও এলাকার তিনটি হিমাগারে অভিযান চালিয়ে মেয়াদোত্তীর্ণ হওয়া বিভিন্ন খাদ্যপণ্য উদ্ধার করেছে র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত। 

সোমবার র‌্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারোয়ার আলমের নেতৃত্বে র‌্যাব-২ তেজগাঁও বাবলি মসজিদ সংলগ্ন দেশি অ্যাগ্রোফিড ও শিকাজু ইঞ্জিনিয়ার্স ওয়ার্কস হিমাগারে অভিযান পরিচালনা করে।

অভিযানে ৫০০ মণ দুম্বার মাংস ও ৩০০ মণ মহিষের মাংস ছাড়াও ১২০০ মণ খেজুর ও ১০০ মণ মেয়াদোত্তীর্ণ কিসমিস উদ্ধার করা হয়েছে। পরে ওই হিমাগারে মেয়াদোত্তীর্ণ খাদ্যপণ্য মজুদকারীদের ৪৩ লাখ টাকা জরিমানাসহ ১৮ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন আদালত।

নির্বাহী ম্যাজিস্ট্রেট সারওয়ার আলম বলেন, জব্দ করা ১০০ মণ কিসমিসের মেয়াদ শেষ হয় ২০১৭ সালে, ১২০০ মণ খেজুরের মধ্যে ২০০৬ সাল থেকে ২০১৮ সালে মেয়াদ শেষ হওয়া খেজুর রয়েছে।

অন্যদিকে, ২০১৮ সালের ১৭ ফেব্রুয়ারি মেয়াদ শেষ হওয়া ৫০০ মণ দুম্বা এবং দেড় বছর আগে মেয়াদ শেষ হওয়া ৩০০ মণ মহিষের মাংস উদ্ধার করা হয়। এসব মাংস, খেজুর ও কিসমিস রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানের সুপারশপগুলোতে সরবরাহ করা হতো বলেও জানান তিনি।

দৈনিক বগুড়া
দৈনিক বগুড়া