বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর ২০২৪, ২৮ অগ্রাহায়ণ ১৪৩১

জেনে নিন আগামী ক’দিনের আবহাওয়া

জেনে নিন আগামী ক’দিনের আবহাওয়া

বছরের প্রথম দিনে আকাশ রৌদ্রজ্জ্বল ছিলো। দ্বিতীয় দিনেও প্রকৃতি চলছিলো একই নিয়মে। তবে শুক্রবার রাত থেকেই শুরু হয়েছে বৃষ্টি, আর সে যেন থামার নামই নিচ্ছে না। এছাড়া বৃষ্টির পর থেকে একটি তীব্র শৈত্যপ্রবাহ আসবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর।

এদিকে টেকনাফে ৭, রাজারহাটে ৫, রংপুর, দিনাজপুর ও সৈয়দপুরে ৪ মিলিমিটার করে, হাতিয়া ১ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে। কুতুবদিয়া, সিলেট, রাজশাহী, পটূয়াখালি ও খেপুপাড়ায় সামান্য বৃষ্টি হয়েছে বলে জানানো হয়েছে।

সপ্তাহখানেক ধরে রোদ থাকায় রাজধানীতে শীতের প্রকোপ খানিকটা কম। এই পরিস্থিতি আজ শুক্রবার থেকেই বদলে গেছে। এর আগে আবহাওয়া অধিদফতরের পরিচালক সামছুউদ্দিন আহমেদ জানিয়েছিলেন- ৩, ৪ ও ৫ জানুয়ারি সারাদেশে বৃষ্টি শুরু হবে এবং তাপমাত্রা কমতে থাকবে। বৃষ্টির পর থেকে একটি তীব্র শৈত্যপ্রবাহ আসবে।

বৃহস্পতিবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে তেতুলিয়ায়, ১১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। এছাড়া ঢাকায় ১৫ দশমিক ৬, ময়মনসিংহে ১৭, চট্টগ্রামে ১৯ দশমিক ৪, সিলেটে ১৬, রাজশাহীতে ১৪ দশমিক ৫, রংপুরে ১৫ দশমিক ৪, খুলনায় ১৫ দশমিক ৩ এবং বরিশালে ১৩ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।

তবে স্যাটেলাইট চিত্রে মেঘের অবস্থান দেখে বোঝা যায় রাজশাহী ও রংপুর বিভাগের কিছু কিছু স্থানে বিক্ষিপ্তভাবে গুড়ি গুড়ি বৃষ্টি বা কোথাও‌ কোথাও স্বল্পকালীন হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। বিশেষ করে দেশের দক্ষিণ-পশ্চিম উপকূলে বৃষ্টির পরিমাণ বেশি হতে পারে। এতে তাপমাত্রা কমবেশি যা-ই থাকুক, শীতের কষ্ট বাড়বে।

দৈনিক বগুড়া

সর্বশেষ: