শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

বিশ্বের প্রথম উড়ন্ত মোটরসাইকেল এলো

বিশ্বের প্রথম উড়ন্ত মোটরসাইকেল এলো

যানজট থেকে রেহাই দিতে বিজ্ঞানীরা উড়ন্ত মোটরসাইকেল উদ্ভাবন করলেন। প্রথমবারের জন্য মার্কিন যুক্তরাষ্ট্রেও তৈরি হলো উড়ন্ত বাইক। যা জাপানি প্রযুক্তিতে তৈরি। সম্প্রতি প্রকাশ্যে এসেছে জাপানি প্রযুক্তি প্রতিষ্ঠান এয়ারউনস টেকনোলজিসের তৈরি পৃথিবীর প্রথম ফ্লাইং মোটরসাইকেলটি। মার্কিন যুক্তরাষ্ট্রের ডেট্রোইট অটো শোতে এই মোটরসাইকেলটি প্রদর্শন করা হয়। নতুন এই ফ্লাইং বাইকটির নাম এক্সট্যুরিসমো। এই বাইকটিকেই শহুরে যানবাহনের ভবিষ্যৎ বলেই মনে করা হচ্ছে।

গত বছরের অক্টোবর মাসে জাপানে একটি সাধারণ মানুষের সামনে এই বাইকটি প্রদর্শন করা হয়। এবার মার্কিন যুক্তরাষ্ট্রে এই নতুন ফ্লাইং বাইকটি দেখানো হলো। এই বাইকটিকে আকাশে উড়তে দেখে চোখ কার্যত ছানাবড়া হয়ে গিয়েছে দর্শকদের।  ভবিষ্যতের এই যানটি দেখে বাক্যহারা তারা।

প্রায় ৪০ মিনিট ধরে ১০০ কিমির গতিতে জমি থেকে উড়তে পারে এই বাইকটি। ইতিমধ্যেই জাপানের বাজারে শুরু হয়ে গিয়েছে এই বাইকের বিক্রি। ২০২৩ সালেই এই মোটরবাইকের একটি ছোট ভার্সন মার্কিন যুক্তরাষ্ট্রে লঞ্চ করা হবে বলেই জানিয়েছেন এয়ারউইনসের সিইও শুহেই কোমাটসু। 

এই হোভারবাইকটির দাম ৬ কোটি টাকা। তবে, খুব শিগগিরই এই বাইকটির দাম অনেকটা কমিয়ে আনা হবে বলেই জানিয়েছে নির্মাতা প্রতিষ্ঠান। তবে তার জন্য আরও কয়েক বছর অপেক্ষা করতে হবে আপনাকে। 

২০২৫ সালের মধ্যে এই বাইকের একটি ছোট, ইলেকট্রিক মডেল লঞ্চ করা হবে বলেই জানানো হয়েছে। এছাড়াও, এই বাইকটির দাম কমিয়ে ৫০ লাখ টাকায় আনা হবে। 

নতুন এই বাইকটি চালিয়েছেন ড্রেটোইট অটো শোয়ের যুগ্ম চেয়ারম্যান থাড শট। তিনি জানান, এই বাইকটি চালানো খুবই আরাম ও আনন্দদায়ক। উড়ন্ত এই যানের ওজন প্রায় ৩০০ কেজি। 

দৈনিক বগুড়া

সর্বশেষ:

শিরোনাম:

ইন্টার্ন চিকিৎসকদের ভাতা বাড়িয়ে প্রজ্ঞাপন
ট্রেনের টিকিট কালোবাজারি চিরতরে বন্ধ হবে: রেলমন্ত্রী
ঈদের ছুটিতে বগুড়ায় যমুনার পাড়ে বিনোদনপ্রেমীদের ঢল
১৪ কিলোমিটার আলপনা বিশ্বরেকর্ডের আশায়
বান্দরবানে পর্যটক ভ্রমণে দেয়া নির্দেশনা চারটি স্থগিত
তাপপ্রবাহ বাড়বে, পহেলা বৈশাখে তাপমাত্রা উঠতে পারে ৪০ ডিগ্রিতে
নেইমারের বাবার দেনা পরিশোধ করলেন আলভেজ
বো*মের মতো সিলিন্ডার বি*স্ফোরণ, করণীয় কী
আয়ারল্যান্ডের সর্বকনিষ্ঠ প্রধানমন্ত্রীকে শেখ হাসিনার অভিনন্দন
স্মার্টফোন থেকে ছবি মুছে গেলে উদ্ধার করবেন যেভাবে
বৈসাবি উৎসবের আমেজে ভাসছে ৩ পার্বত্য জেলা
জুমার দিনে যেসব কাজ ভুলেও করতে নেই