শুক্রবার, ১৩ সেপ্টেম্বর ২০২৪, ২৮ ভাদ্র ১৪৩১

বন্ধ হয়ে গেল সাবটাইটেলের জনপ্রিয় প্ল্যাটফর্ম ‘সাবসিন’

বন্ধ হয়ে গেল সাবটাইটেলের জনপ্রিয় প্ল্যাটফর্ম ‘সাবসিন’

সংগৃহীত

বিশ্বজুড়ে ইংরেজি, বাংলাসহ বিভিন্ন ভাষার সাবটাইটেলের জনপ্রিয় প্ল্যাটফর্ম ‘সাবসিন’ বন্ধ ঘোষণা করা হয়েছে। এমন ঘোষণায় স্তব্ধ হয়ে পড়েছে সিনেপ্রেমীরা।

বৃহস্পতিবার সাবসিনের ফোরামে এক পোস্টে এক ঘোষণায় এ তথ্য জানানো হয়েছে। তবে কী কারণে বন্ধ করা হয়েছে-তা জানানো হয়নি।

এক বিজ্ঞপ্তিতে সাবসিন জানায়, আগামী ২৪ ঘণ্টার মধ্যে প্ল্যাটফর্মটি বন্ধ হয়ে যাবে। এই যাত্রায় তাদের সঙ্গে থাকার জন্য সকল ব্যবহারকারীদের ধন্যবাদ জানায় প্রতিষ্ঠানটি।

এদিকে হঠাৎ এমন ঘোষণায় সাবটাইটেল অনুবাদক, দর্শকসহ অনেকেই বিচলিত হয়ে পড়েছেন। সাবসিনে হলিউড, বলিউড, দক্ষিণী, কোরিয়ান, তুর্কিসহ নানা সিনেমা ও সিরিজের সাবটাইটেল পাওয়া যেত।

যদিও সাবসিন বন্ধ হলেও ওপেনটাইটেলসসহ আরও কয়েকটি সাবটাইটেল প্ল্যাটফর্ম থেকে সাবটাইটেল ডাউনলোড করতে পারবেন দর্শকেরা।

সূত্র: ডেইলি বাংলাদেশ

সর্বশেষ: