বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

টি-টোয়েন্টি বিশ্বকাপ: সাকিবের পরিকল্পনা ফাঁস করে দিলেন পাপন!

টি-টোয়েন্টি বিশ্বকাপ: সাকিবের পরিকল্পনা ফাঁস করে দিলেন পাপন!

একাদশে না থাকায় নিউজিল্যান্ডের বিপক্ষে শেষ ম্যাচে শুক্রবার প্রেসিডেন্টস বক্সে বাংলাদেশ ক্রিকেট বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপনের সঙ্গে বসে খেলা দেখেছেন সাকিব আল হাসান।

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নিতে আগামী ৪ অক্টোবর দেশ ছাড়বে বাংলাদেশ দল। স্বভাবিকভাবেই ক্রিকেটার এবং বোর্ডের ধ্যান-জ্ঞানে এখন বিশ্বকাপের ভাবনা। বিশ্বকাপ নিয়ে কথা হয়েছে সাকিব আর পাপনের মধ্যে।  

পাপন বলেন, ‘সাকিব আমাকে বলছে আমাদের ভালো সুযোগ আছে এবার। সাকিবের মতো খেলোয়াড় যখন বলে এবার ভালো সুযোগ আছে তার মানে দলের ওপরও তার আত্মবিশ্বাস আছে। যেটা খুবই গুরুত্বপূর্ণ।’

এবার করোনাভাইরাসের কারণে বিশ্বকাপ নিয়ে ঠিকঠাক পরিকল্পনা করতে পারেনি টাইগাররা। তবুও যে পরকল্পনা এঁটেছিল দল, সেটিও বাস্তবায়ন হয়নি। আক্ষেপ ঝরল পাপনের কণ্ঠে।

পাপন বলেন, ‘সাকিবের সঙ্গ কথা হয়েছে টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে আমাদের যে পরিকল্পনা তা ঠিকঠাক মতো হয়নি। দেড়টা বছর আসলে আমাদের যা যা পরিকল্পনা মাথায় ছিল, সেটা আমরা করতে পারিনি। কিন্তু অনেক দেশ করতে পেরেছে। সুতরাং এটা একটা সমস্যা ছিল আমাদের, দেশে কাউকে আনা কিংবা অন্য দেশে গিয়ে আমাদের খেলা। এগুলো নিয়ে একটু সমস্যা ছিল।’ 

বিসিবি সভাপতি বলেন, ‘প্রথম এক বছর তো গেছে মহামারিতে, খেলাধুলা নিয়ে কিছুই ছিল না। একটা লম্বা সময় বিরতি ছিল। আমি বলবো না যে প্রস্তুতি খুব একটা ভালো হয়েছে। পরিকল্পনা অনুযায়ী হয়নি। তারপরও যতটুকু করতে পেরেছি আমি মনে করি কিছুটা করতে পেরেছি এবং সেটা ভালোভাবে করেছি।’

দৈনিক বগুড়া