শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

ডেথ ওভারে সর্বোচ্চ উইকেট শিকারী মুস্তাফিজ

ডেথ ওভারে সর্বোচ্চ উইকেট শিকারী মুস্তাফিজ

বাংলাদেশ দল তো বটেই, ফ্র্যাঞ্চাইজিভিত্তিক ক্রিকেটেও ভরসার এক নাম হয়ে দাঁড়িয়েছেন মুস্তাফিজুর রহমান। ডেথ ওভারে তিনি যেন হয়ে উঠেছেন অপ্রতিরোধ্য। অন্তত গত আড়াই বছরের পারফরম্যান্স সেটাই বলে। কারণ টি-২০ ফরম্যাটে বিগত আড়াই বছরে ডেথ ওভারে মুস্তাফিজই সর্বোচ্চ উইকেট শিকারী বোলার।

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) পাঞ্জাব কিংসের বিপক্ষে রাজস্থান রয়্যালসের অবিশ্বাস্য জয়ের পর অধিনায়ক সাঞ্জু স্যামসন ভূয়সী প্রশংসায় ভাসিয়েছিলেন টাইগার পেসার মুস্তাফিজুর রহমানকে। তিনি বলেছিলেন, ডেথ ওভারে তার সবচেয়ে বড় ভরসা মুস্তাফিজ। জাতীয় দলেও ইনিংসের শেষে প্রতিপক্ষকে আটকানোর মূল দায়িত্ব থাকে তার ওপরেই।

পরিসংখ্যান বলছে, সবশেষ ৩৩ মাসে টি-২০তে ৭.৯৫ ইকোনমিতে ৬১ উইকেট শিকার করেছেন মুস্তাফিজ। যা এই ফরম্যাটে ৩৩ মাসে সর্বোচ্চ উইকেট। কাটার মাস্টার এই রেকর্ড গড়তে পেছনে ফেলেছেন ক্রিস মরিস, ডোয়াইন ব্রাভোর মতো তারকাদের।

মুস্তাফিজের পর এই রেকর্ড দ্বিতীয় স্থানে আছেন রাজস্থান রয়্যালসে তার সতীর্থ ক্রিস মরিস। তার উইকেট সংখ্যা ৫৭। ৫৫ উইকেট নিয়ে তৃতীয়স্থানে আছেন ডোয়াইন ব্রাভো। চতুর্থ স্থানে আছেন ব্রাভোর সমান ৫৫ উইকেট শিকার করা ইংলিশ পেসার ক্রিস জর্ডান। পঞ্চম অবস্থানে আছেন ৫২ উইকেট নেওয়া কাগিসো রাবাদা।

২০১৯ সাল থেকে টি-২০তে সর্বোচ্চ ৫ উইকেট শিকারী বোলার:-

১. মুস্তাফিজুর রহমান – ৬১ উইকেট
২. ক্রিস মরিস – ৫৭ উইকেট
৩. ডোয়াইন ব্রাভো – ৫৫ উইকেট
৪. ক্রিস জর্ডান – ৫৫ উইকেট
৫. কাগিসো রাবাদা – ৫২ উইকেট

দৈনিক বগুড়া

সর্বশেষ:

শিরোনাম:

এবার উত্তরবঙ্গের মহাসড়কে ঈদযাত্রা হবে স্বস্তির!
বগুড়ায় পানি নিষ্কাশনে ড্রেন নির্মাণ কাজের উদ্বোধন
বগুড়ায় দাম কমেছে পেঁয়াজ ও কাঁচা মরিচের
বগুড়ার বিখ্যাত সাদা সেমাই তৈরিতে ব্যস্ত কারিগর
স্থানীয় সরকারমন্ত্রীর সঙ্গে দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূতের বৈঠক
চীনের সঙ্গে রাজনৈতিক-অফিসিয়াল যোগাযোগ বাড়াতে প্রস্তুত বাংলাদেশ
ভারতের কাছে পাঁচটি খাদ্যপণ্যের নিশ্চিত সরবরাহ চায় বাংলাদেশ
এপ্রিলে বাংলাদেশে আসছেন কাতারের আমির
ঈদে ট্রেন যাত্রার পঞ্চম দিনের টিকিট বিক্রি শুরু
গাবতলীতে বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত
সারিয়াকান্দিতে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা পালিত
শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি শুরু