শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

বিশ্বকাপ থেকেই বড় খেলোয়াড় হতে চান শামীম

বিশ্বকাপ থেকেই বড় খেলোয়াড় হতে চান শামীম

যুব বিশ্বকাপ জয়ের পর থেকেই আলোচনায় শামীম হোসেন পাটোয়ারী। দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের হয়ে দারুণ পারফরম্যান্সের পর বাংলাদেশের টি-টোয়েন্টি দলে দ্রুতই ডাক পেয়ে যান তিনি। সেটা ক্রিকেটের এই ক্ষুদ্রতম ফরম্যাটের সঙ্গে তার ব্যাটিংটা যায় বলেই।

বাংলাদেশ দলে শামীমের রোল থাকবে ইনিংসের ফিনিশিং টানা। যে কাজে বলতে গেলে সিদ্ধহস্তই তিনি। বিশ্বকাপের উদ্দেশে দেশ ছাড়ার আগে এই তরুণ ক্রিকেটার জানিয়েছেন, তাকে দলে রাখার প্রতিদান পারফর্ম করেই দিতে চান। মুখিয়ে আছেন দেশকে ভালো কিছু উপহার দেয়ার জন্য।

শামীম পাটোয়ারী, জন্ম: সেপ্টেম্বর ২, ২০০০, রোল: অলরাউন্ডার, ব্যাটিং স্টাইল: বাঁহাতি ব্যাটার, বোলিং স্টাইল: ডানহাতি অফব্রেক, টি-টোয়েন্টি অভিষেক: জুলাই ২৩, ২০২১ বনাম জিম্বাবুয়ে।

প্রথমবার জাতীয় দলের হয়ে বিশ্বকাপ দলে ডাক পাওয়ার পর নিজের লক্ষ্য নিয়ে শামীম বলেন, ‘এবার যেহেতু আমি প্রথম সুযোগ পেয়েছি, তাই এখনো সেভাবে কিছু চিন্তা করিনি। আমি দলের সঙ্গে যেতে (বিশ্বকাপে) পারছি, এটাই আমার কাছে বড় কিছু।’

শামীম মানেন, জুনিয়র হিসেবে দলের সিনিয়র ক্রিকেটারদের কাছ থেকে অনেক কিছু শেখার আছে। তবে নতুনদের ওপর থাকে বাড়তি প্রত্যাশা। যা রীতিমতো চ্যালঞ্জই। শামীম সেই চ্যালেঞ্জটা নিচ্ছেন, ‘বিশ্বকাপের নতুনদের প্রতি প্রত্যাশা আসলে অনেক বেশি। এটা অনেক বড় একটা মঞ্চ। এখানে বিশ্বসেরা অনেক খেলোয়াড় থাকবে। আমি মনে করি, এটা আমার জন্য অনেক বড় একটা চ্যালেঞ্জ হবে।’

বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের এখন পর্যন্ত সেরা অর্জনের একটি অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জয়। সেই দলের গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন শামীম। অনূর্ধ্ব-১৯ আর টি-টোয়েন্টি বিশ্বকাপের মধ্যে পার্থক্য অনেক হলেও, যুব দল থেকে পাওয়া অভিজ্ঞতা কাজে লাগিয়ে ভালো কিছুর প্রত্যাশা করছেন তিনি।

জাতীয় দলের হয়ে মাত্র তিন সিরিজ খেলেই বিশ্বকাপ দলে ডাক পেয়েছেন শামীম। খুব একটা আহামরি পারফরম্যান্সও করেননি তিনি। তারপরও বিশ্বকাপ দলে টিকে যাওয়ায় নিজেকে সৌভাগ্যবান মনে হচ্ছে তার, ‘আমি নিজেকে অনেক লাকি মনে করি। কারণ আমি দলে আসার পর পরপর তিনটা সিরিজ জিতেছে। এরপর আবার বিশ্বকাপ দলেও সুযোগ পেলাম।’

দৈনিক বগুড়া

সর্বশেষ:

শিরোনাম:

ইন্টার্ন চিকিৎসকদের ভাতা বাড়িয়ে প্রজ্ঞাপন
ট্রেনের টিকিট কালোবাজারি চিরতরে বন্ধ হবে: রেলমন্ত্রী
ঈদের ছুটিতে বগুড়ায় যমুনার পাড়ে বিনোদনপ্রেমীদের ঢল
১৪ কিলোমিটার আলপনা বিশ্বরেকর্ডের আশায়
বান্দরবানে পর্যটক ভ্রমণে দেয়া নির্দেশনা চারটি স্থগিত
তাপপ্রবাহ বাড়বে, পহেলা বৈশাখে তাপমাত্রা উঠতে পারে ৪০ ডিগ্রিতে
নেইমারের বাবার দেনা পরিশোধ করলেন আলভেজ
বো*মের মতো সিলিন্ডার বি*স্ফোরণ, করণীয় কী
আয়ারল্যান্ডের সর্বকনিষ্ঠ প্রধানমন্ত্রীকে শেখ হাসিনার অভিনন্দন
স্মার্টফোন থেকে ছবি মুছে গেলে উদ্ধার করবেন যেভাবে
বৈসাবি উৎসবের আমেজে ভাসছে ৩ পার্বত্য জেলা
জুমার দিনে যেসব কাজ ভুলেও করতে নেই