শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ক্রিকেটের ‘দুধেল গাই’ আইপিএল, একে বাঁচিয়ে রাখতে হবে: শাস্ত্রি

ক্রিকেটের ‘দুধেল গাই’ আইপিএল, একে বাঁচিয়ে রাখতে হবে: শাস্ত্রি

এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে ভরাডুবি হয়েছে ভারতীয় ক্রিকেট দলের। শিরোপা জয়ের স্বপ্ন নিয়ে গেলেও, সুপার টুয়েলভেই বাদ পড়ে গিয়েছে বিরাট কোহলির দল। এর পেছনে বেশিরভাগ সাবেক ক্রিকেটার ও বিশেষজ্ঞরা দুষছেন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) ক্রিকেটকে।

তাদের মতে, আইপিএল খেলার ক্লান্তি কাটিয়ে ওঠার আগেই বিশ্বকাপে নামতে হয়েছে কোহলি-রোহিতদের। যার বলে বিশ্ব আসরে নিজেদের সেরাটা দিয়ে খেলতে পারেনি ভারত। তাই আইপিএলের খোলাখুলি সমালোচনাই করেছেন সবাই।

তবে এসব সমালোচনাকে কানে তুলতে রাজি নন বিশ্বকাপে ভারতের কোচের দায়িত্ব পালন করা রবি শাস্ত্রি। তিনি মনে করেন, ক্রিকেটের বৃহত্তর স্বার্থের জন্যই আইপিএলকে বাঁচিয়ে রাখা প্রয়োজন। কেননা বর্তমানে ক্রিকেটের জন্য একপ্রকার দুধেল গাই আইপিএল।

এনডিটিভিকে দেওয়া সাক্ষাৎকারে শাস্ত্রি বলেছেন, ‘আমি মনে করি আইপিএল অনেক বেশি গুরুত্বপূর্ণ। মানুষ কী ভাবলো তাতে আমার কিছু যায় আসে না। আপনার অন্য ফরম্যাটের ক্রিকেট বাঁচিয়ে রাখার জন্য আইপিএল হলো দুধেল গাই। আপনাকে এটিকে বাঁচিয়ে রেখেই অর্থ উপার্জন করতে হবে।’

সেই উপার্জিত অর্থ খরচের দারুণ উপায়ও বাতলে দিয়েছেন ভারতের বিদায়ী কোচ, ‘আইপিএল থেকে পাওয়া অর্থ খেলাটির বিভিন্ন ফরম্যাটে, তৃণমূল পর্যায়ে, ঘরোয়া ক্রিকেটে ছড়িয়ে দিন। যাতে ক্রিকেট খেলাটি বেঁচে থাকে।’

এসময় ভারতীয় দলের ক্লান্তির কথা স্বীকার করে নেন শাস্ত্রিও। করোনাভাইরাস পরিস্থিতিতে জৈব সুরক্ষা বলয়ে থেকে দীর্ঘদিন ধরে খেলার ধকল কাটাতে দলের সবার বিশ্রাম প্রয়োজন বলে মনে করেন তিনি। কারণ ভারতীয় দলের ক্রিকেটাররাও মানুষ।

শাস্ত্রি বলেছেন, ‘দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সবচেয়ে কঠিন সময় এই কোভিড পরিস্থিতি। আমার মনে হয় না, ভারতীয় দলের মতো অন্য কেউ এতো বেশি সময় বাইরে বাইরে থেকে খেলতে পারবে। সবারই বিশ্রাম প্রয়োজন। শুধু বিরাট নয়, সবারই বিশ্রাম নেওয়া উচিত। কারণ তারাও মানুষ।’

দৈনিক বগুড়া

সর্বশেষ:

শিরোনাম:

ইন্টার্ন চিকিৎসকদের ভাতা বাড়িয়ে প্রজ্ঞাপন
ট্রেনের টিকিট কালোবাজারি চিরতরে বন্ধ হবে: রেলমন্ত্রী
ঈদের ছুটিতে বগুড়ায় যমুনার পাড়ে বিনোদনপ্রেমীদের ঢল
১৪ কিলোমিটার আলপনা বিশ্বরেকর্ডের আশায়
বান্দরবানে পর্যটক ভ্রমণে দেয়া নির্দেশনা চারটি স্থগিত
তাপপ্রবাহ বাড়বে, পহেলা বৈশাখে তাপমাত্রা উঠতে পারে ৪০ ডিগ্রিতে
নেইমারের বাবার দেনা পরিশোধ করলেন আলভেজ
বো*মের মতো সিলিন্ডার বি*স্ফোরণ, করণীয় কী
আয়ারল্যান্ডের সর্বকনিষ্ঠ প্রধানমন্ত্রীকে শেখ হাসিনার অভিনন্দন
স্মার্টফোন থেকে ছবি মুছে গেলে উদ্ধার করবেন যেভাবে
বৈসাবি উৎসবের আমেজে ভাসছে ৩ পার্বত্য জেলা
জুমার দিনে যেসব কাজ ভুলেও করতে নেই