শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

এবার সাউদাম্পটনকে ৪-০ গোলে হারাল লিভারপুল

এবার সাউদাম্পটনকে ৪-০ গোলে হারাল লিভারপুল

ইংলিশ প্রিমিয়ার লিগে নিজেদের সর্বশেষ ম্যাচে আর্সেনালকে ৪ গোলে হারিয়েছিল লিভারপুল। প্রিমিয়ার লিগে শনিবার রাতে আবার অ্যানফিল্ডে নেমেছিল লিভারপুল। এবার প্রতিপক্ষ সাউদাম্পটনকে ৪-০ ব্যবধানে হারিয়ে লিগ টেবিলের দুইয়ে চলে এল লিভারপুল।

ম্যাচের দ্বিতীয় মিনিটেই এগিয়ে গেছে লিভারপুল। বাঁ প্রান্তে রবার্টসন ও সাদিও মানের ওয়ান-টুতে সাউদাম্পটন রক্ষণ বিভ্রান্ত হয়ে পড়ে। রবার্টসনের ক্রস থেকে সুযোগসন্ধানী জোতা এগিয়ে দেন দলকে। আধা ঘণ্টা পরই দলের অগ্রগামিতা দ্বিগুণ করেছেন জোতা।

এবার অন্য ডান প্রান্তের ফুলব্যাক ও ডান উইঙ্গারের বোঝাপড়ার ফল পেয়েছেন জোতা। ট্রেন্ট আলেক্সান্ডার আরনল্ড ও সালাহ হয়ে বল যায় হেন্ডারসনের কাছে। প্রতিপক্ষের পায়ের ফাঁক দিয়ে সালাহর কাছে বল পাঠিয়ে দেন লিভারপুল অধিনায়ক। সালাহর পাস থেকে ফাঁকা গোলে বল পাঠাতে কোনো সমস্যা হয়নি পর্তুগিজ ফরোয়ার্ডের।
 
কিছু বুঝে ওঠার আগেই তৃতীয় গোল খেয়ে বসে সাউদাম্পটন। ৩৭ মিনিটে ডি-বক্সের বাইরে থাকা আচমকা এক শটে দলকে তৃতীয় গোল এনে দেন থিয়াগো। গত সপ্তাহে চ্যাম্পিয়নস লিগে পোর্তোর বিপক্ষে করা দুর্দান্ত সে গোলের কথা মনে করিয়ে দিয়েছিলেন স্প্যানিশ মিডফিল্ডার। 

৩-০ গোলে প্রথমার্ধ শেষ করে লিভারপুল। সাউদাম্পটন যে সুযোগ পাচ্ছিল না, এমন নয়। বেশ কয়েকবার আলিসনকে ফাঁকায় পেয়েছে দলটির ফরোয়ার্ডরা। কিন্তু শেষ মুহূর্তে স্নায়ুচাপ সামলাতে না পেরে সুযোগ নষ্ট করেছেন সবাই।
 
দ্বিতীয়ার্ধের খেলা শুরু হতে না হতেই চতুর্থ গোল পেয়ে যায় লিভারপুল। কর্নার থেকে আরনল্ডের কাছ থেকে বল পেয়েছিলেন সেন্টারব্যাক ভার্জিল ফন ডাইক। দলের অগ্রগামিতা আরও বাড়িয়ে নেন এই ডিফেন্ডার।

বাকি সময়েও বেশ কটি গোলের সুযোগ হাতছাড়া করেছে সালাহ-জোতা-মানে। ওদিকে সন্ধ্যায় আগের রাউন্ডে লিভারপুলের কাছে হারের দুঃখ ভুলেছে আর্সেনাল। ঘরের মাঠে পয়েন্ট তালিকার তলানির দল নিউক্যাসল ইউনাইটেডকে ২-০ গোলে হারিয়েছে মিকেল আরতেতার দল। দ্বিতীয়ার্ধে গোল দুটি করেছেন বুকায়ো সাকা ও গ্যাব্রিয়েল মার্তিনেল্লি। ১৩তম ম্যাচে পাওয়া সপ্তম জয়ে ২৩ পয়েন্ট হলো গানারদের। পয়েন্ট তালিকার পঞ্চম স্থানে দলটি।

দৈনিক বগুড়া

সর্বশেষ:

শিরোনাম:

ইন্টার্ন চিকিৎসকদের ভাতা বাড়িয়ে প্রজ্ঞাপন
ট্রেনের টিকিট কালোবাজারি চিরতরে বন্ধ হবে: রেলমন্ত্রী
ঈদের ছুটিতে বগুড়ায় যমুনার পাড়ে বিনোদনপ্রেমীদের ঢল
১৪ কিলোমিটার আলপনা বিশ্বরেকর্ডের আশায়
বান্দরবানে পর্যটক ভ্রমণে দেয়া নির্দেশনা চারটি স্থগিত
তাপপ্রবাহ বাড়বে, পহেলা বৈশাখে তাপমাত্রা উঠতে পারে ৪০ ডিগ্রিতে
নেইমারের বাবার দেনা পরিশোধ করলেন আলভেজ
বো*মের মতো সিলিন্ডার বি*স্ফোরণ, করণীয় কী
আয়ারল্যান্ডের সর্বকনিষ্ঠ প্রধানমন্ত্রীকে শেখ হাসিনার অভিনন্দন
স্মার্টফোন থেকে ছবি মুছে গেলে উদ্ধার করবেন যেভাবে
বৈসাবি উৎসবের আমেজে ভাসছে ৩ পার্বত্য জেলা
জুমার দিনে যেসব কাজ ভুলেও করতে নেই