শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

বিশ্বকাপে ভরাডুবি, বোর্ডকে পর্যবেক্ষণ জানাবে তদন্ত কমিটি

বিশ্বকাপে ভরাডুবি, বোর্ডকে পর্যবেক্ষণ জানাবে তদন্ত কমিটি

অনেক উচ্চাশা, স্বপ্ন নিয়ে আইসিসি টি-২০ বিশ্বকাপ খেলতে গিয়েছিল বাংলাদেশ দল। মাহমুদউল্লাহ রিয়াদের নেতৃত্বে রীতিমতো ভরাডুবি হয়েছে বাংলাদেশের। আইসিসি সহযোগী দেশগুলোর সঙ্গে কষ্টার্জিত জয়ের পর সুপার-১২ পর্বে টানা পাঁচ ম্যাচ হেরেছিল দলটি। বিশ্বকাপ ব্যর্থতার সমালোচনায় কেঁপে উঠেছিল দেশের ক্রিকেটাঙ্গন। ক্রিকেটার, কোচ, নির্বাচক ছাড়াও বিসিবিকে ছুঁয়ে গেছে সমালোচনার ঝড়।

এমন বাজে পারফরম্যান্সের কারণ অনুসন্ধানে দুই সদস্যের তদন্ত কমিটি করেছিল বিসিবি। অভিজ্ঞ পরিচালক জালাল ইউনুস, এনায়েত হোসেন সিরাজকে নিয়ে গঠিত কমিটি গত কিছুদিন কাজ করেছে। তারা কথা বলেছেন বিশ্বকাপ দলের ক্রিকেটার, কোচ, ম্যানেজমেন্ট, খেলা দেখতে যাওয়া বিসিবি পরিচালক ও দুজন সাংবাদিকের সঙ্গে। 

আগামী এক সপ্তাহের মধ্যেই নিজেদের রিপোর্ট জমা দিবে তদন্ত কমিটি। রবিবার কমিটির সদস্য জালাল ইউনুস জানিয়েছেন, বোর্ডকে তারা কিছু গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ জানাবেন। যেসব সমস্যা তাদের চোখে ধরা পড়েছে, সেগুলো সমাধানযোগ্য এবং ওইসব বিষয়ে কাজ করতে সুপারিশ করবেন তারা।

জানতে চাইলে জালাল ইউনুস বলেন, ‘এটা (রিপোর্ট) প্রস্তুত করেছি আমরা। এক সপ্তাহের মধ্যে দিয়ে দিব।’ কমিটির সদস্য এনায়েত হোসেন সিরাজ দেশের বাইরে রয়েছেন এখন। তিনি দেশে ফেরার পর খসড়া দেখতে দুজন আবারও বসবেন। তারপর রিপোর্ট চূড়ান্ত করে জমা দিবেন তারা। 

স্বাভাবিকভাবেই রিপোর্টের বিস্তারিত নিয়ে মুখ খুলেননি জালাল ইউনুস। তবে তিনি বলেছেন, ‘আমরা তো আমাদের পর্যবেক্ষণ বোর্ডকে জানাবো। কিছু গুরুত্বপূর্ণ জিনিস অবশ্যই আছে। কিছু জায়গা ঠিক করতে হবে, গুরুত্বপূর্ণ ঠিকই তবে কঠিন কিছু না। গুরুত্বপূর্ণ হলেও সমস্যার সমাধান করা যায়, সমাধান করা যাবে না এমন নয়।’

বিশ্বকাপের পরপরই পাকিস্তানের বিরুদ্ধে হোম সিরিজে ব্যস্ত হয়ে পড়েছিল বাংলাদেশ দল। এর মাঝেই সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলেছে তদন্ত কমিটি। জালাল ইউনুস বলেন, ‘আমরা ম্যানেজমেন্ট, কোচিং স্টাফ, প্লেয়ারদের সাথে কথা বলেছি। পরিচালক যারা খেলতে দেখতে গিয়েছিলেন তাদের সাথে কথা বলেছি, তাদের মতামত জেনেছি। এমনকি দুজন সাংবাদিকের সঙ্গে কথা বলেছি যারা খেলা কাভার করেছেন।’ 

গত শনিবার সংবাদ সম্মেলনে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন বলেছেন, তদন্তে আহামরি তেমন কিছু নাকি পাওয়া যায়নি। তাতে অবাকও হননি তিনি। তবে কোচিং স্টাফের বিপক্ষে কিছুই নাকি পাওয়া যায়নি। বোর্ড সভাপতি বলেছেন, ‘কিছু গুরুত্বপূর্ণ জিনিস পাওয়া গেছে। তবে কোচিং স্টাফের ব্যাপারে কিছু পাওয়া যায়নি।’ মানে বিশ্বকাপ ব্যর্থতায় ডমিঙ্গোরা কার্যত নির্দোষ প্রমাণিত হচ্ছেন! অথচ একটা দলের এমন ব্যর্থতায় কোচদের দায় না থাকাটা বিস্ময়করই বটে। অবশ্য তদন্ত কমিটির রিপোর্ট প্রকাশ পেলেই বিস্তারিত জানা যাবে। 

দৈনিক বগুড়া

সর্বশেষ:

শিরোনাম:

এবার উত্তরবঙ্গের মহাসড়কে ঈদযাত্রা হবে স্বস্তির!
বগুড়ায় পানি নিষ্কাশনে ড্রেন নির্মাণ কাজের উদ্বোধন
বগুড়ায় দাম কমেছে পেঁয়াজ ও কাঁচা মরিচের
বগুড়ার বিখ্যাত সাদা সেমাই তৈরিতে ব্যস্ত কারিগর
স্থানীয় সরকারমন্ত্রীর সঙ্গে দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূতের বৈঠক
চীনের সঙ্গে রাজনৈতিক-অফিসিয়াল যোগাযোগ বাড়াতে প্রস্তুত বাংলাদেশ
ভারতের কাছে পাঁচটি খাদ্যপণ্যের নিশ্চিত সরবরাহ চায় বাংলাদেশ
এপ্রিলে বাংলাদেশে আসছেন কাতারের আমির
ঈদে ট্রেন যাত্রার পঞ্চম দিনের টিকিট বিক্রি শুরু
গাবতলীতে বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত
সারিয়াকান্দিতে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা পালিত
শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি শুরু