শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

ছন্দে ফিরতে কোহলিকে অন্যরকম পরামর্শ যুবরাজের

ছন্দে ফিরতে কোহলিকে অন্যরকম পরামর্শ যুবরাজের

আইপিএলের চলতি আসরে কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছেন বিরাট কোহলি। রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর এ সাবেক অধিনায়ক সবশেষ পাঁচ ম্যাচে করতে পেরেছেন মাত্র ২২ রান, দুইবার আউট হয়েছেন গোল্ডেন ডাক তথা মুখোমুখি প্রথম বলেই।

কোহলির এমন অফফর্ম শুধুমাত্র ব্যাঙ্গালুরুর মাথাব্যথার কারণ নয়, ভারতীয় ক্রিকেট দলেরও বড় চিন্তার কারণ। কেননা ছয় মাসের মধ্যে অস্ট্রেলিয়ার মাটিতে টি-টোয়েন্টি বিশ্বকাপ। কোহলির ছন্দে ফেরা খুব বেশি জরুরি ভারতের জন্য। তাই কোহলিকে অন্যরকম এক পরামর্শ দিয়েছেন যুবরাজ সিং।

২০১৬ থেকে ২০১৯ পর্যন্ত আন্তর্জাতিক ক্রিকেটে কোহলিই ছিলেন সর্বেসর্বা। এই চার বছরে তার রানের গড় ছিল যথাক্রমে ৭৫.৯৩, ৭৫.৬৪, ৫৫.০৮ ও ৬৮.০০। কিন্তু এরপর থেকেই আর চেনা ছন্দে নেই তিনি। বিশেষ করে ২০২০ ও ২০২১ সালে টেস্ট ক্রিকেটে তার গড় মাত্র ১৯.৩৩ ও ২৮.২১। চলতি বছর রান করেছেন ৩৭.৮০ গড়েম।

২০১৭ সালের আগস্ট থেকে ২০১৯ সালের জানুয়ারি পর্যন্ত তিন ফরম্যাটে ১৭টি সেঞ্চুরি করেছিলেন কোহলি। কিন্তু ২০১৯ সালের ডিসেম্বর থেকে আর সেঞ্চুরির দেখা নেই এ তারকার ব্যাটে। যুবরাজের মতে, কোহলিকে আবার শুরুর দিনগুলোর মতো করে ভাবতে হবে।

সম্প্রতি এক সাক্ষাৎকারে যুবরাজ বলেছেন, ‘আমার মতে কোহলিকে তার শুরুর দিনগুলোতে ফিরে যেতে হবে এবং ভাবতে হবে সে মানুষ হিসেবে কেমন ছিল? সে তখন স্বাধীন এক ব্যক্তি ছিল, যে সবসময় ফুর্তি মেজাজে থাকতো। তাকে সেই সব দিনগুলোর দিকে ফিরে তাকাতে হবে।’

ভারতের অন্যতম সেরা এই অলরাউন্ডার আরও যোগ করেন, ‘অবশ্যই সে এখন খুশি নয় এবং মানুষও তাকে নিয়ে খুব একটা খুশি নয়। কারণ আমরা কোহলির আরও অনেক বেশ বেঞ্চমার্ক দেখেছি, সেঞ্চুরির পর সেঞ্চুরি করতে দেখেছি। তবে সেরা খেলোয়াড়দের সঙ্গেও এমনটা হয়।’

তাই খানিক পরিবর্তন আনার পরামর্শে জোর দিয়ে যুবরাজ বলেন, ‘কোহলির এখন মুক্ত-স্বাধীন মনের মানুষ হতে হবে। সে যদি নিজেকে বদলাতে পারে এবং আগে যেমন ছিল তেমন হতে পারে, তাহলে এর ছাপ খেলায়ও পড়বে। সে নিজেকে এ যুগের সেরা হিসেবে প্রমাণ করেছে এবং কঠোর পরিশ্রমে বিশ্বাস করে।’

দৈনিক বগুড়া

সর্বশেষ:

শিরোনাম:

ইন্টার্ন চিকিৎসকদের ভাতা বাড়িয়ে প্রজ্ঞাপন
ট্রেনের টিকিট কালোবাজারি চিরতরে বন্ধ হবে: রেলমন্ত্রী
ঈদের ছুটিতে বগুড়ায় যমুনার পাড়ে বিনোদনপ্রেমীদের ঢল
১৪ কিলোমিটার আলপনা বিশ্বরেকর্ডের আশায়
বান্দরবানে পর্যটক ভ্রমণে দেয়া নির্দেশনা চারটি স্থগিত
তাপপ্রবাহ বাড়বে, পহেলা বৈশাখে তাপমাত্রা উঠতে পারে ৪০ ডিগ্রিতে
নেইমারের বাবার দেনা পরিশোধ করলেন আলভেজ
বো*মের মতো সিলিন্ডার বি*স্ফোরণ, করণীয় কী
আয়ারল্যান্ডের সর্বকনিষ্ঠ প্রধানমন্ত্রীকে শেখ হাসিনার অভিনন্দন
স্মার্টফোন থেকে ছবি মুছে গেলে উদ্ধার করবেন যেভাবে
বৈসাবি উৎসবের আমেজে ভাসছে ৩ পার্বত্য জেলা
জুমার দিনে যেসব কাজ ভুলেও করতে নেই