শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

ভারতের স্বপ্ন ভেঙে স্বর্ণ জিতলো অস্ট্রেলিয়া

ভারতের স্বপ্ন ভেঙে স্বর্ণ জিতলো অস্ট্রেলিয়া

কমনওয়েলথ গেমস নারী ক্রিকেটে স্বর্ণ জিতেছে অস্ট্রেলিয়া। বার্মিংহামে স্বর্ণপদকের লড়াইয়ে অস্ট্রেলিয়ার কাছে মাত্র ৯ রানে হেরে রৌপ্যপদক পেয়েছে ভারতীয় নারী ক্রিকেট দল। তৃতীয় হয়ে তাম্রপদক জিতেছে নিউজিল্যান্ডের নারীরা।

রোববার রাতে এজবাস্টনে হওয়া ফাইনাল ম্যাচে আগে ব্যাট করে ১৬১ রানের লড়াকু সংগ্রহ দাঁড় করেছিল অস্ট্রেলিয়া। জবাব দিতে নেমে ১৫২ রানে অলআউট হয়ে যায় ভারত। মাত্র ৩৪ রানে শেষের ৮ উইকেট হারিয়েছে তারা।

১৬২ রানের লক্ষ্য তাড়া করতে নেমে তিন ওভারের মধ্যেই দুই ওপেনার শেফালি ভার্মা (১১) ও স্মৃতি মান্ধানার (৬) উইকেট হারায় ভারত। মাত্র ২২ রানে দুই উইকেট হারানোর পর দলকে জয়ের পথে ফেরান হারমানপ্রিত কৌর ও জেমাইমা রদ্রিগেজ।

এ দুজন মিলে তৃতীয় উইকেটে গড়েন ১২.১ ওভারে ৯৬ রানের জুটি। জেমাইমা ৩৩ বলে ৩৩ রান করেন, হারমানপ্রিত খেলেন ৪৩ বলে ৬৪ রানের ইনিংস। কিন্তু ১১৮ রানে এ জুটি ভাঙার পরই ব্যাটিং বিপর্যয়ে পড়ে ভারত। শেষের কেউই দায়িত্ব নিতে না পারায় ১৫২ রানে গুটিয়ে যায় দল।

অস্ট্রেলিয়ার পক্ষে সর্বোচ্চ তিন উইকেট নিয়েছেন অ্যাশলে গার্ডনার, মেগান স্কাটের শিকার দুইটি উইকেট। ভারতের তিনজন ব্যাটার ফিরেছেন রানআউট হয়ে।

এর আগে ম্যাচের প্রথম ইনিংসে অস্ট্রেলিয়ার পক্ষে ব্যাট হাতে সর্বোচ্চ ৬১ রান করেন বেথ মুনি। মেগ ল্যানিং করেন ২৬ বলে ৩৬ রান। এছাড়া শেষ দিকে অ্যাশলে গার্ডনার ১৫ বলে ২৫ ও রাসেল হেইন্সের ১০ বলে ১৮ রানে ভর করে ১৬১ রানে পৌঁছায় অস্ট্রেলিয়া।

দৈনিক বগুড়া

সর্বশেষ:

শিরোনাম:

এবার উত্তরবঙ্গের মহাসড়কে ঈদযাত্রা হবে স্বস্তির!
বগুড়ায় পানি নিষ্কাশনে ড্রেন নির্মাণ কাজের উদ্বোধন
বগুড়ায় দাম কমেছে পেঁয়াজ ও কাঁচা মরিচের
বগুড়ার বিখ্যাত সাদা সেমাই তৈরিতে ব্যস্ত কারিগর
স্থানীয় সরকারমন্ত্রীর সঙ্গে দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূতের বৈঠক
চীনের সঙ্গে রাজনৈতিক-অফিসিয়াল যোগাযোগ বাড়াতে প্রস্তুত বাংলাদেশ
ভারতের কাছে পাঁচটি খাদ্যপণ্যের নিশ্চিত সরবরাহ চায় বাংলাদেশ
এপ্রিলে বাংলাদেশে আসছেন কাতারের আমির
ঈদে ট্রেন যাত্রার পঞ্চম দিনের টিকিট বিক্রি শুরু
গাবতলীতে বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত
সারিয়াকান্দিতে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা পালিত
শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি শুরু