বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

সাকিবের অলরাউন্ড নৈপুণ্যে গায়ানার বড় জয়

সাকিবের অলরাউন্ড নৈপুণ্যে গায়ানার বড় জয়

প্রথম দুই ম্যাচে প্রত্যাশা মতো সাফল্য পাননি। তবে সাকিব আল হাসান যে ফুরিয়ে যাননি, সেটাই যেন দেখিয়ে দিলেন তৃতীয় ম্যাচে। এদিন রীতিমতো ঝড় তুলে ক্যারিবিয়ান ক্রিকেট লিগে (সিপিএল) ম্যাচসেরার পুরস্কার বাগিয়ে নিয়েছেন টাইগার অলরাউন্ডার। ছসাকিবের অলরাউন্ড নৈপুণ্যের দিনে বলিউড বাদশাহ শাহরুখ খানের দল ত্রিনবাগো নাইট রাইডার্সকে ৩৭ রানে হারিয়েছে গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্স।

রোববার টসে হেরে প্রথমে ব্যাট করতে নেমে সাকিবের গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্স ১৭৩ রান সংগ্রহ করে। এদিন ব্যাট হাতে উজ্জ্বল ছিলেন সাকিব। গেল দুই ম্যাচে রান না পেলেও এবার ২৫ বলে ৩৫ রানের দারুণ এক ইনিংস খেলেন তিনি।

এছাড়া দলটির হয়ে ওপেনার রহমানউল্লাহ গুরবাজ করেন ৬০ রান। শেষদিকে অধিনায়ক হেটমায়ার করেন ২৩* রান। ত্রিনবাগোর হয়ে সুনীল নারাইন নেন ২ উইকেট। এছাড়া সামিট প্যাটেল ১ উইকেট শিকার করেন। 

বড় রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ত্রিনবাগো নাইট রাইডার্স সাকিবদের তোপের মুখে ১৩৬ রানেই অলআউট হয়ে যায়। কলিন মুনরো (৩০) আর সামিট প্যাটেল (৩৪) ছাড়া বলার মতো ইনিংস খেলতে পারেননি ত্রিনবাগো কোন ব্যাটার।

পোলার্ড কিংবা রাসেল কেউই পাননি এদিন বড় রান। ম্যাচের শেষ দিকে নারাইন ১৯ রান করেন। তাতে হারের ব্যবধানই কেবল কমেছে। শেষ পর্যন্ত গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্স ৩৭ রানে জয়ী হয়। 

ব্যাটের পর বল হাতেও এদিন গায়ানার হয়ে মাঠ মাতিয়েছেন সাকিব। ৪ ওভারে ২০ রান দিয়ে নিয়েছেন ৩ উইকেট। রান আউট করেছেন একটি। বুঝিয়ে দিয়েছেন তিনি অনন্য। এছাড়া ইমরান তাহির নেন ২ উইকেট।

সংক্ষিপ্ত স্কোর-
গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্স: ১৭৩/৬ (২০ ওভার) গুরবাজ ৬০, হেমরাজ ৪, হোপ ১৪, সাকিব ৩৫, শেফার্ড ৬, হেটমায়ার ২৩, স্মিথ ২২*; নারাইন ২/২৩, রামপল ১/৫২, সামিত ১/২৩

ত্রিনবাগো নাইট রাইডার্স: ১৩৬/১০ (২০ ওভার) সেইফার্ট ১৩, মুনরো ৩০, সামিত ৩৪, পুরান ১, পোলার্ড ১৩, রাসেল ১২, নারাইন ১৯; সাকিব ৩/২০, জুনিয়র ২/২৬, মতি ১/১৬, তাহির ২/৩১, স্মিথ ১/২১

ফল: গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্স ৩৭ রানে জয়ী
ম্যাচসেরা: সাকিব আল হাসান 

দৈনিক বগুড়া