বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

সাবালেঙ্কার ইতিহাস! অস্ট্রেলিয়ান ওপেন পেলো নতুন চ্যাম্পিয়ন

সাবালেঙ্কার ইতিহাস! অস্ট্রেলিয়ান ওপেন পেলো নতুন চ্যাম্পিয়ন

মেলবোর্নে নতুন সূর্যোদয়। অস্ট্রেলিয়ান ওপেন পেলো নতুন চ্যাম্পিয়ন। ইতিহাস গড়ে ক্যারিয়ারে প্রথমবারের মতো গ্র্যান্ড স্ল্যাম ট্রফি হাতে নিলেন বেলারুশের টেনিস ললনা আরিনা সাবালেঙ্কা। শনিবার বছরের প্রথম গ্র্যান্ড স্ল্যাম ইভেন্টে মেয়েদের ফাইনালে মুখোমুখি হয়েছিলেন সাবালেঙ্কা ও এলেনা রেবাকিনা। সাবালেঙ্কা এদিন ২ ঘণ্টা ২৮ মিনিটের লড়াইয়ে হারিয়ে দিলেন কাজাখস্তানের রেবাকিনাকে, ক্যারিয়ারের প্রথম গ্র্যান্ড স্ল্যাম জিতলেন ৪-৬, ৬-৩, ৬-৪ গেমে।

অথচ রড লেভার এরিনায় প্রথম সেট পিছিয়ে পড়েছিলেন সাবালেঙ্কাই। সেখান থেকে দুরন্ত প্রত্যাবর্তন। কে বলবে, বেলারুশের এই টেনিস ললনা এর আগে ক্যারিয়ারে কখনও গ্র্যান্ড স্ল্যামের ফাইনালেও উঠতে পারেননি! অতীতে উইম্বলডনে একবার এবং যুক্তরাষ্ট্র ওপেনে দু’বার সেমিফাইনালে উঠেছিলেন সাবালেঙ্কা। জীবনের প্রথম গ্র্যান্ড স্ল্যাম ফাইনাল খেলেই বাজিমাত করলেন ২৪ বছরের তরুণী। ক্যাঙারুর দেশে ইতিহাস লিখে কাটালেন গ্র্যান্ড স্ল্যাম খরা।

দৈনিক বগুড়া