সোমবার, ০৯ সেপ্টেম্বর ২০২৪, ২৪ ভাদ্র ১৪৩১

মিরাজের ঘূর্ণিতে কাটা পড়লেন ওয়েল্লালাগে

মিরাজের ঘূর্ণিতে কাটা পড়লেন ওয়েল্লালাগে

সংগৃহীত

সিরিজ নির্ধারণী শেষ ওয়ানডেতে শ্রীলংকার মুখোমুখি স্বাগতিক বাংলাদেশ। যেখানে ব্যাট হাতে সংগ্রাম করে ১৮ বলে মাত্র ১ রানেই সাজঘরের পথ ধরেছে লঙ্কান ব্যাটার দুনিথ ওয়েল্লালাগে। তাকে ফিরিয়েছেন মেহেদী হাসান মিরাজ।

এ প্রতিবেদন লেখা পর্যন্ত শ্রীলংকার সংগ্রহ ৩৩ ওভারে ছয় উইকেটে ১৫০ রান।

চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন শ্রীলংকান দলপতি কুশল মেন্ডিস। দলটির হয়ে যথারীতি ইনিংস উদ্বোধনে নামেন আভিস্কা ফার্নান্দো ও পাথুম নিশাঙ্কা। তবে ভয়ংকর হয়ে ওঠার আগেই এ জুটিতে আঘাত হানেন তাসকিন আহমেদ।

ম্যাচের দ্বিতীয় ওভারে নিশাঙ্কাকে লেগ বিফরের ফাঁদে (এলবিডব্লিউ) ফেলেন তাসকিন। পরে বাংলাদেশের জোরালো আবেদনে সাড়া দেন ফিল্ড আম্পায়ার রিচার্ড কেটেলব্রো। এতে ১ রানে সাজঘরের পথ ধরতে হয় নিশাঙ্কাকে।

পরে ক্রিজে আসেন শ্রীলংকান দলপতি কুশল মেন্ডিস। তাকে সঙ্গ দেওয়ার আগেই উইকেট বিলিয়ে দেন ফার্নান্দো। তাসকিনের পেসে পরাস্ত হয়ে উইকেটের পেছনে মুশফিককে ক্যাচ দিয়ে ফেরেন তিনি। আউট হওয়ার আগে ৪ রান করেন লঙ্কান এ ওপেনার।

এরপর বাইশ গজে আসেন সাদিরা সামারাবিক্রমা। ব্যাট হাতে ভালো শুরু করেও ব্যক্তিগত ইনিংস লম্বা করতে ব্যর্থ হয়েছেন তিনি। মুস্তাফিজের ইনসুইয়ে মুশফিকের তালুবন্দী হন সাদিরা (১৪)।

চারিথ আসালঙ্কাকে নিয়ে প্রতিরোধ গড়ে তোলেন মেন্ডিস। তবে রিশাদের ঘূর্ণিতে কাটা পড়েন লঙ্কান দলপতি। তার বিদায়ে ভেঙে যায় তাদের ৩৩ রানে জুটি।

অপরপ্রান্তে হাল ধরে দলীয় রানের চাকা সচল রাখেন আসালঙ্কা। তবে ভয়ংকর হয়ে ওঠা এ ব্যাটারের উইকেট শিকার করেছেন ফিজ। আউট হওয়ার আগে ৩৭ করেন আসালঙ্কা।

উইকেটে এসে টাইগার বোলারদের বিপক্ষে সংগ্রাম করেন ওয়েল্লালাগে। তবে ব্যাট হাতে সফল হননি তিনি। ১৮ বল খেলে ১ রান করে ফিরেছেন ডানহাতি এ ব্যাটার।

তার বিদায়ে ক্রিজে আসেন ওয়ানিন্দু হাসারাঙ্গা। তাকে সঙ্গে নিয়ে দলীয় ইনিংস এগিয়ে নিচ্ছেন লিয়ানাগে।

সূত্র: ডেইলি বাংলাদেশ

সর্বশেষ: