শনিবার, ২৭ জুলাই ২০২৪, ১২ শ্রাবণ ১৪৩১

টি-টোয়েন্টি ইতিহাসে প্রথমবার ভারতকে অলআউট করলো পাকিস্তান

টি-টোয়েন্টি ইতিহাসে প্রথমবার ভারতকে অলআউট করলো পাকিস্তান

সংগৃহীত

ক্রিকেটে ভারত-পাকিস্তান ম্যাচ যেন এক মহারণ। চরম উত্তেজনাকর এ ম্যাচ যেন বিশ্বকাপ ফাইনালের চেয়েও বেশি কিছু। যুক্তরাষ্ট্রে চলমান আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপেও রোববার মুখোমুখি হয়েছিল দুই দল। শ্বাসরূদ্ধকর এ ম্যাচে ভারত জয় পেলেও অন্যরকম অর্জন নিয়ে মাঠ ছেড়েছে পাকিস্তান।

টি-টোয়েন্টিতে দুই দলের মোট ৮ বারের দেখায় ৬ বারই জিতেছে ভারত, পাকিস্তানের জয় মাত্র একটি। বাকি একটি ম্যাচ হয়েছে ড্র। এর আগে, কোনোবারই ভারতকে অলআউট করতে পারেনি পাকিস্তান। এবারই প্রথম আফ্রিদি-নাসিম-রউফদের বোলিং তাণ্ডবে ২০ ওভারের আগেই গুঁড়িয়ে যেতে হয় রোহিত শর্মার দলকে।

রোববার টি-টোয়েন্টি বিশ্বকাপে নাসাউ ক্রিকেট স্টেডিয়ামে ভারতকে ১১৯ রানে অলআউট করে দিয়েছে বাবর আজমের দল। টি-টোয়েন্টির ইতিহাসে এটাই ভারতকে সবচেয়ে কম রানে থামিয়ে দেওয়ার রেকর্ড পাকিস্তানের। এর আগে, ২০১২ সালে ভারতকে ৯ উইকেটে ১৩৩ রানে থামিয়েছিল সবুজ জার্সিধারীরা।

টি-টোয়েন্টির মতো ওয়ানডে বিশ্বকাপেও ৮ বার মুখোমুখি হয়েছে ভারত-পাকিস্তান। প্রতিবারই জিতেছে ভারত।

সূত্র: ডেইলি বাংলাদেশ

সর্বশেষ: