শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

অভাবী মানুষ দেখলেই সাহায্যের হাত বাড়িয়ে দেন চেয়ারম্যান মিন্টু

অভাবী মানুষ দেখলেই সাহায্যের হাত বাড়িয়ে দেন চেয়ারম্যান মিন্টু

করোনাভাইরাসে কর্মহীন, অসহায় দরিদ্র, অভাবী মানুষের দুর্দশা দেখলেই সাহায্যের হাত বাড়িয়ে দেন, বগুড়ার গাবতলী নেপালতলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস এম লতিফুল বারী মিন্টু। ব্যাক্তিগত তহবিল থেকে শুরু করে সরকারিভাবে বরাদ্দের ত্রান সামগ্রী প্রধানমন্ত্রীর উপহার সামগ্রী যতক্ষন তার হেফাজতে থাকে, না ফুরানো পর্যন্ত বিলিয়েযান তিনি।

ব্যাক্তিগত ও সরকারিভাবে নগদ অর্থ-চাল, ডাল, আলু, পিয়াজ, মিষ্টিকুমড়াসহ বিভিন্ন খাদ্য সামগ্রী মাসের পর মাস বিতরন করছেন নেপালতলী চেয়ারম্যান মিন্টু। তার ধারাবাহিকতায় ১ জুলাই বুধবার কদমকলী বোর্ড অফিসে গিয়ে দেখা গেল কয়েকশ বয়স্কসহ মধ্য বয়সী নারী পুরুষ জড়ো হয়ে আছে। পাশেই সাজানো হয়েছে চাল, আলু, মিষ্টি কুমড়া বিতারনের সরকারি বরাদ্দের বিশাল পসরা। নাম ডাকা হচ্ছে একর পর এক ব্যাক্তি চেয়ারম্যান মিন্টু তাদের হাতে ত্রানের ব্যাগ তুলে দিচ্ছেন। এ দৃশ্য দেখলে চোখ জুড়িয়ে যায়। চেয়ারম্যান মিন্টু জানান, আমি চেয়ারম্যান হওয়ার পর নেপালতলী ইউনিনের কোন ব্যাক্তিকে অনাহারে থাকতে দেইনি। ইউনিয়নের বিভিন্ন গ্রামে, পাড়া মহল্লায় সার্বক্ষনিক মেম্বার, চকিদার, গ্রাম্য মাতব্বরদের মাধ্যমে খোঁজ রাখছি। আমি যতদিন বেঁচে থাকবো চেয়ারম্যান থাকি না, থাকি আমার সাধ্যমত সহযোগীতা অব্যাহত থাকবে। তিনি আরো জানান, করোনাভাইরাসে অসহায় দরিদ্র মানুষের পাশে সহযোগীতার হাত বাড়িয়ে দিতে পেরে আমি নিজেকে গর্বিত মনে করছি। ১ জুলাই কদমতলীতে অসহায় মানুষের মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার ত্রান সামগ্রী বিতরনকালে ট্যাগ অফিসার উপজেলা সহকারী শিক্ষা অফিসার আশরাফ আলী, নেপালতলী ইউনিয়ন আ’লীগের সভাপতি আহসান উল্লাহ মাষ্টার, উপজেলা পুলিশিং কমিটির আহবায়ক ধন্য গোপাল সিংহ, ইউপি সদস্য মোছাঃ মর্জিনা বেগম, মোঃ আতিকুর রহমান সবুজ, মোঃ আমজাদ হোসেন, মোছাঃ নিলুফা ইয়াসমিন, মোছাঃ সম্পা আকতার, মোঃ আজিজুল হক জিন্না, মোঃ শাখাওয়াত হোসেন লিটন, মোঃ মহিদুল ইসলাম টুনু, ইউনুছ আলী, সাইদুল ইসলাম ও তোফাজ্জল হোসেনসহ গন্যমান্য ব্যাক্তিবর্গ এসময় উপস্থিত ছিলেন।

দৈনিক বগুড়া

সর্বশেষ:

শিরোনাম:

ইন্টার্ন চিকিৎসকদের ভাতা বাড়িয়ে প্রজ্ঞাপন
ট্রেনের টিকিট কালোবাজারি চিরতরে বন্ধ হবে: রেলমন্ত্রী
ঈদের ছুটিতে বগুড়ায় যমুনার পাড়ে বিনোদনপ্রেমীদের ঢল
১৪ কিলোমিটার আলপনা বিশ্বরেকর্ডের আশায়
বান্দরবানে পর্যটক ভ্রমণে দেয়া নির্দেশনা চারটি স্থগিত
তাপপ্রবাহ বাড়বে, পহেলা বৈশাখে তাপমাত্রা উঠতে পারে ৪০ ডিগ্রিতে
নেইমারের বাবার দেনা পরিশোধ করলেন আলভেজ
বো*মের মতো সিলিন্ডার বি*স্ফোরণ, করণীয় কী
আয়ারল্যান্ডের সর্বকনিষ্ঠ প্রধানমন্ত্রীকে শেখ হাসিনার অভিনন্দন
স্মার্টফোন থেকে ছবি মুছে গেলে উদ্ধার করবেন যেভাবে
বৈসাবি উৎসবের আমেজে ভাসছে ৩ পার্বত্য জেলা
জুমার দিনে যেসব কাজ ভুলেও করতে নেই