মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪, ২ বৈশাখ ১৪৩১

আ. লীগ-বিএনপির দুই বাবার জন্য ভোট চাইছেন ইঞ্জিনিয়ার দুই ছেলে

আ. লীগ-বিএনপির দুই বাবার জন্য  ভোট চাইছেন ইঞ্জিনিয়ার দুই ছেলে

একাশদ জাতীয় সংসদ নির্বানে বগুড়া-৫ (শেরপুর-ধুনট) আসনে বাবার জন্য ভোট চাইছেন দুই ছেলে। তারা সকাল থেকে রাত পর্যন্ত বাবার হয়ে নৌকা ও ধানের শীষে ভোট চাইছেন। তারা হলেন, আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আলহাজ হাবিবর রহমানের ছেলে আসিফ ইকবাল সনি এবং বিএনপি মনোনীত প্রার্থী জিএম সিরাজের ছেলে আসিফ রব্বানী সানভী। এ দুই আসিফকে ঘিরে সাধারণ ভোটারদের মাঝে ব্যাপক আগ্রহের সুষ্টি হয়েছে।  
খোঁজ নিয়ে জানা গেছে, আওয়ামী লীগ মনোনীত প্রার্থী বর্তমান সাংসদ মুক্তিযোদ্ধা হাবিবর রহমানের একমাত্র ছেলে ইঞ্জিনিয়ার মুহাম্মদ আসিফ ইকবাল সনি। তিনি শিক্ষা জীবন শেষ করে জনসেবার ব্রত নিয়ে রাজনীতিতে সক্রিয় হয়েছেন। পেশায় তিনি ব্যবসায়ী। কিন্তু তারপরও আসিফ ইকবাল সনি ধুনট উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি। ধুনট উপজেলায় সাংগঠনিক কার্যক্রমে সক্রিয় থাকেন তিনি। 
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী বাবা হাবিবর রহমানের নির্বাচন পরিচালনার সার্বিক তদারকি করছেন তিনি। ভোর থেকে গভীর রাত পর্যন্ত তিনি নিজে দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে বিভিন্ন সভা-সমাবেশে যোগদান ও গণসংযোগের মাধ্যমে নৌকা প্রতীকে ভোট প্রার্থনা করছেন। 
আসিফ ইকবাল সনি বলেন, বাবার জন্য সন্তানের দায়িত্ব থাকে, এটা কোনোভাবেই অস্বীকার করা যায় না। তবে নিজে যেহেতু জনসেবার মানসিকতায় আওয়ামী লীগের রাজনীতিতে সক্রিয় রয়েছি, সেহেতু দলীয় প্রধান শেখ হাসিনার নির্দেশনায় নৌকার বিজয়ের জন্য সাংগঠনিকভাবেও দায়িত্ব পঅলন করে চলেছি। বেড়েছে।
বিএনপি মনোনীত প্রার্থী জিএম সিরাজেরও একমাত্র ছেলে ইঞ্জিনিয়ার আসিফ রব্বানী সানভী। দেশ-বিদেশে শিক্ষাজীবন শেষ করে সক্রিয় হোন ব্যবসায়। ইতিমধ্যে তিনি ব্যবসায়ী হিসেবে সুনাম অর্জান করেছেন। রাজনীতিতে তাঁর সক্রিয় পদচারনা আগে লক্ষ্য করা যায়নি। তবে এবারের জাতীয় সংসদ নির্বাচনে সরব হয়েছেন তিনি। ধানের শীষ প্রতীকের বিজয়ে লক্ষ্যে মাঠে নেমেছেন তিনি। বিএনপির মনোনীত প্রার্থী বাবা জিএম সিরাজের নির্বাচনী সকল কর্মকান্ডের তদারকি করছেন আসিফ রব্বানী সানভী। এক সঙ্গে চালিয়ে যাচ্ছেন নির্বাচনী প্রচারনা। তাকে পেয়ে ধানের শীষের কর্মীদের মাঝে উৎসাহ দেখা দিয়েছে। 
আসিফ রব্বানী সানভী বলেন, এ আসন থেকে বাবা ৪ বার এমপি নির্বাচিত হয়েছেন। এই জনপদের মানুষের সঙ্গে তার আত্মার সম্পর্ক রয়েছে। যার কারণে তিনি সব সময় মানুষের পাশে থেকেছেন। যখনই সুযোগ পেয়েছি, বাবার সঙ্গে মানুষের মাঝে এসেছি। এবারের নির্বাচনে শেরপুর ও ধুনট উপজেলার প্রতিটি ইউনিয়নে যাচ্ছি। গণসংযোগ, সভা-সমাবেশের মাধ্যমে তৃণমুল নেতাকর্মী ও সাধারণ মানুষের কাছাকাছি যাওয়ার চেষ্টা করছি। তাদের ভালবাসায় আমি মুগ্ধ। আগামীতেও জনকল্যানমূলক কাজের মাধ্যমে এসব মানুষের মাঝে থাকবো।
এদিকে সাধারণ ভোটারদের কাছে দুই আসিফ চমক সৃষ্টি করেছেন। তাদের নিয়ে আগ্রহ দেখা দিয়েছে ভোটারদের মাঝে। সাবেক ও বর্তমান এমপিদের দুই পুত্রের ব্যক্তিগত বিষয়ে জানার কৌতুহল প্রকাশ করছেন অনেকে। ভোটারদের ধারনা আগামীর লড়াইয়ের নিজেদের প্রস্তুত করছেন আসিফ ইকবাল সনি ও আসিফ রব্বানী সানভী।
এ আসনে মোট ১০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তবে হাড্ডাহাড্ডি লড়াই হবে নৌকা ও ধানের শীষের মধ্যে। 
 

দৈনিক বগুড়া

সর্বশেষ:

শিরোনাম:

ইন্টার্ন চিকিৎসকদের ভাতা বাড়িয়ে প্রজ্ঞাপন
ট্রেনের টিকিট কালোবাজারি চিরতরে বন্ধ হবে: রেলমন্ত্রী
ঈদের ছুটিতে বগুড়ায় যমুনার পাড়ে বিনোদনপ্রেমীদের ঢল
১৪ কিলোমিটার আলপনা বিশ্বরেকর্ডের আশায়
বান্দরবানে পর্যটক ভ্রমণে দেয়া নির্দেশনা চারটি স্থগিত
তাপপ্রবাহ বাড়বে, পহেলা বৈশাখে তাপমাত্রা উঠতে পারে ৪০ ডিগ্রিতে
নেইমারের বাবার দেনা পরিশোধ করলেন আলভেজ
বো*মের মতো সিলিন্ডার বি*স্ফোরণ, করণীয় কী
আয়ারল্যান্ডের সর্বকনিষ্ঠ প্রধানমন্ত্রীকে শেখ হাসিনার অভিনন্দন
স্মার্টফোন থেকে ছবি মুছে গেলে উদ্ধার করবেন যেভাবে
বৈসাবি উৎসবের আমেজে ভাসছে ৩ পার্বত্য জেলা
জুমার দিনে যেসব কাজ ভুলেও করতে নেই