বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

আদমদীঘি থেকে আবাদপুকুর সড়কের কার্পেটিং কাজের উদ্বোধন

আদমদীঘি থেকে আবাদপুকুর সড়কের কার্পেটিং কাজের উদ্বোধন

বগুড়ার আদমদীঘি-আবাদপুকুর সড়কের রেল স্টেশন থেকে কুসুম্বী ব্রিজ পর্যন্ত পাকাসড়কে কার্পেটিং কাজের উদ্বোধন করা হয়েছে। সোমবার দুপুরে এই কার্পেটিং কাজের উদ্বোধন করেন প্রধান অতিথি উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব সিরাজুল ইসলাম খান রাজু।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী সাজেদুর রহমান, সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জিল্লুর রহমান, উপ-সহকারি প্রকৌশলী রেজাউল ইসলাম, ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, আনিছুর রহমান, ঠিকাদার মাহবুবুর রহমান, জিয়াউল হক পুটু, ছাত্রলীগ নেতা মাহবুবুর রহমান, আরিফসহ নেতৃবর্গ।

উল্লেখ্য : রুরাল রোড এন্ড মেনটেনেন্স প্রকল্পের আওতায় এলজিইডির ১ কোটি ১৮ লাখ টাকা ব্যয়ে বাস্তবায়িত আদমদীঘি-আবাদপুকুর সড়কের রেল স্টেশন থেকে কুসুম্বী পর্যন্ত ১.১ কিলোমিটার সড়কটি পাকা কার্পেটিং কাজটি চলছে।

দৈনিক বগুড়া