বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

আদমদীঘি সান্তাহারে ২ কোচিং সেন্টারের শিক্ষকের জারিমানা

আদমদীঘি সান্তাহারে ২ কোচিং সেন্টারের শিক্ষকের জারিমানা

বগুড়া আদমদীঘি সান্তাহারে সরকারি নির্দেশনা অমান্য করেন কোচিং সেন্টার চালু রাখায় দুই টি কোচিং  সেন্টারের শিক্ষকদের অর্থদণ্ড দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (১ এপ্রিল) দুপুরে আদমদীঘি উপজেলার সান্তাহারে  এ অভিযান পরিচালনা করেন আদমদীঘি উপজেলা নির্বাহি অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব, সীমা শারমিন।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, সান্তাহার শহরের মালা সিনেমা হল  এলাকার ইজিওয়ে এবং বিপি স্কুল এলাকায় ফুলকুঁড়ি  কোচিং সেন্টার সরকারি নির্দেশ অমান্য করে কোচিং চালু রাখে।

সেখানে দুটি কোচিং সেন্টারে অভিযান চালিয়ে ইজিওয়ে কোচিং সেন্টারের শিক্ষক কে দশ হাজার টাকা এবং ফুলকুঁড়ি কোচিং সেন্টারের শিক্ষককে এক হাজার টাকা ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জরিমানা আদায় করা হয়।  এই অভিযানে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

এ বিষয়ে উপজেলা নির্বাহি অফিসার সাংবাদিকদের জানান ভবিষ্যতে এইরকম অভিযান অব্যাহত থাকবে।

দৈনিক বগুড়া