শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

আদমদীঘিতে প্রধানমন্ত্রীর দেয়া স্বপ্নের বাড়ীর দলিল হস্তান্তর

আদমদীঘিতে প্রধানমন্ত্রীর দেয়া স্বপ্নের বাড়ীর দলিল হস্তান্তর

“আশ্রায়নের অধিকার শেখ হাসিনার উপহার” বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার হিসাবে বগুড়ার আদমদীঘি উপজেলার বিভিন্ন ইউনিয়নের ১০০টি গৃহহীন পরিবারকে সরকারি জমির দলিল হস্তান্তর করা হয়েছে।

 শনিবার সকাল সাড়ে ১০ টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও টেলি কনফারেন্সের মাধ্যমে সারা দেশে একযোগে উদ্বোধনের পর বগুড়ার আদমদীঘি উপজেলা সভাকক্ষে আনুষ্ঠানিক ভাবে এই বসতবাড়ির দলিলপত্র হস্তান্তর করেন উপজেলা চেয়ারম্যান সিরাজুল ইসলাম খান রাজু ও উপজেলা নির্বাহি অফিসার সীমা শারমিন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আবু রেজা খান, জেলা পরিষদ সদস্য মনজু আরা বেগম, মহিলা ভাইস চেয়ারম্যান সালমা বেগম, উপজেলা কৃষি অফিসার মিঠু চন্দ্র অধিকারি, ওসি জালাল উদ্দীন, অধ্যক্ষ আব্দুর রহমান, মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার আব্দুল হামিদ, সমবায় অফিসার আব্দুস ছালাম, আওয়ামীলীগ নেতা রফিকুল ইসলামসহ প্রমূখ নেতৃবর্গ।

উল্লেখ্য : বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী উপলক্ষে প্রধান মন্ত্রী শেখ হাসিনার উপহার হিসাবে বগুড়ার আদমদীঘি উপজেলার ৫টি ইউনিয়নে সরকারি ভাবে প্রতিটি বাড়ী ১ লাখ ৭১ হাজার টাকা ব্যয়ে গৃহহীন ও ভুমিহীনদের মাঝে ১০০টি সেমি পাকা বসতবাড়ী যারমধ্যে আদমদীঘি ইউনিয়নের ডালম্বা গ্রামে ৯টি বাড়ী, সান্তাহার ইউনিয়নের ছাতনী গ্রামে ১৪টি বাড়ী, ছাতিয়ানগ্রাম ইউনিয়ন সদরে ১০টি বাড়ী, চাঁপাপুর ইউনিয়নের বনতইর গ্রামে ৬০টি বাড়ী ও কুন্দগ্রাম ইউনিয়নে ৭টি বাড়ীর দলিলসহ কাগজপত্র হস্তান্তার করা হয়। 

দৈনিক বগুড়া