শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

আদমদীঘিতে মাস্ক ব্যবহার না পরাই ভ্রাম্যমান আদালতের জরিমানা আদায়

আদমদীঘিতে মাস্ক ব্যবহার না পরাই ভ্রাম্যমান আদালতের জরিমানা আদায়

বর্তমানে দেশে করোনাভাইরাস এর সংক্রমণের পরিমাণ বেড়ে যাওয়ায় সাধারণ মানুষকে ঘরের বাইরে গেলে মুখে মাস্ক ব্যবহার ও স্বাস্থ্যবিধি অনুসরণ করতে বলা হচ্ছে।

কিন্তুু অনেকেই সরকারের এই আদেশ মানছেনা না এরই ধারাবাহিকতায়, জনগণকে সচেতন করতে আদমদীঘি উপজেলা করোনা ভাইরাস মোকাবেলায় শহরের বিভিন্ন এলাকায় ভ্রাম্যমান আদালতে জরিমানা ও মাস্ক বিতরণ করেছেন আদমদীঘি উপজেলা নিবার্হী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব, সীমা শারমিন। ১ এপ্রিল  বৃহস্পতিবার সকাল ১১টায় আদমদীঘি উপজেলার বিভিন্ন জায়গায় মাস্ক ব্যবহার না করার অভিযোগে ৪ জনকে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে প্রায় ৪ হাজার টাকা জরিমানা করেন। এ সময় তিনি সাধারন মানুষের মাঝে তিনি মাস্ক বিতরণ করেন এবং সচেতনা মুলক বক্তব্য দেন।

দৈনিক বগুড়া