বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

আদমদীঘির চিত্র পাল্টে দিল সৌর পোস্ট লাইট

আদমদীঘির চিত্র পাল্টে দিল সৌর পোস্ট লাইট

বগুড়ার আদমদীঘি উপজেলার ৬টি ইউনিয়ন ও ১টি পৌরসভা এলাকা জুড়ে অন্ধকারে নিমজ্জিত গ্রামীণ সড়ক গুলো এখন রাতের আঁধারে সৌর পোস্ট লাইটের আলোয় আলোকিত হয়ে পড়ছে। সন্ধ্যার পর গ্রামীণ সড়ক গুলোর দিকে তাকিয়ে থাকলে মনে হয় না যেন এগুলো গ্রামীণ সড়ক। পুরো গ্রাম অঞ্চল যেন এখন শহরের রূপ ধারণ করছে।

আদমদীঘি উপজেলার নসরতপুর- কড়ই রাস্তা, কুন্দগ্রাম-চাঁপাপুর রাস্তা, আদমদীঘি সদর- কুসুম্বী রাস্তা, ছাতিয়ানগ্রাম-সান্তাহার রাস্তা ও সান্তাহার ইউনিয়নসহ কয়েকটি এলাকা ঘুরে এমন দৃশ্য লক্ষ্য করা গেছে। সৌর পোস্ট লাইটের আলোর কারণে সড়কে এখন রাতের আঁধারে পথচারীদের উপর চোর ছিনতাইকারীদের প্রভাব কমে গেছে। চোর ডাকাতের আস্তানা ভেঙ্গে পড়েছে। রাস্তায় চুরি ডাকাতি অনেকাংশে কমেছে।

গ্রামীণ সড়ক গুলোতে সৌর পোস্ট লাইট স্থাপনের বিষয়টি নিয়ে সরকারের যুগান্তকারী পদক্ষেপ বলে গ্রামীণ সমাজ সচেতনরা মনে করছে। আদমদীঘি উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আমির হোসেন বলেন, আমার অফিসের সরকারী অর্থায়নে সৌর পোষ্ট লাইট স্থাপন প্রতিনিধিরা গ্রামীণ পোস্ট লাইট গুলো স্থাপনের ব্যবস্থা করছে।

আদমদীঘি উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিস সূত্রে জানা গেছে, চলতি ২০১৯-২০ অর্থ বছরে আদমদীঘি উপজেলায় খাদ্য কর্মসূচীর আওতায় (কাবিখার) ৭টি প্রকল্পের অধীনে ৪৩.০৬৪৩ মে.টন চাল খাদ্য শস্য বরাদ্দ করা হয়। ৬টি কাবিটা সোলার প্রকল্পের জন্য ১৩ লক্ষ ১৩ হাজার ৪৭২.৬৩ টাকা বরাদ্দ দেয়া হয়। কাবিটা নির্বাচনী এলাকার ভিত্তিক সোলার প্রকল্প ৬টির অধীনে ১৬ লাখ ৩৪ হাজার ৩২০ টাকা বরাদ্দ দেয়া হয়, নির্বাচনী এলাকা ভিত্তিক উন্নয়ন প্রকল্প ১০টির অধীনে ৮৪ মে.টন চাল, টি.আর সাধারণ ১৫টি প্রকল্পের অধীনে  ১০ লক্ষ ৬৫ হাজার ৬৪০ টাকা বরাদ্দ দেয়া হয়, টি.আর সোলার ৬টি প্রকল্পের অধীনে ৯ লক্ষ ১৮ হাজার ৪৪১ টাকা বরাদ্দ দেয়া হয়, নির্বাচনী এলাকার ৩৮টি প্রকল্পের অধীনে ২৫ লাখ ১২ হাজার টাকা, নির্বাচনী এলাকার সোলার প্রকল্পের ৬টির অধীনে ১০ লাখ ৫৫ হাজার ৮১০ টাকা, টি.আর পৌরসভার অনুকূলে উন্নয়ন প্রকল্পের ৪টির অধীনে ২ লাখ ৪০ হাজার ৮০২ টাকা, গ্রাম উন্নয়ন টি.আর পৌরসভার অনুকূলে সোলার প্রকল্পের ৪টির অধীনে ২ লাখ ৬ হাজার ৮৯০ টাকা, টি.আর বিভাগীয় কমিশনারের অনুকূলে ১টি প্রকল্পের অধীনে ১ লক্ষ টাকা, বিভাগীয় কমিশনারের অনুকূলে ১টি প্রকল্পের অধীনে ৫৬ হাজার ৪৯০ টাকা, অতিদরিদ্রদের জন্য কর্মসংস্থান প্রথম পর্যায়ের কর্মসূচী ১৮টির অধীনে ৭১ লাখ ৯৫ হাজার ৬৬৬ টাকা, হেড়িং বন্ড এইচ বি বি ২য় পর্যায় প্রকল্প ৪টির অধীনে ২ লাখ ৯ হাজার, রাস্তা ১৫ মিটার দৈর্ঘ্য সেতু নির্মাণ ১৬ টির অধীনে ২ কোটি ১৫ লাখ ৮৭ হাজার ৪৮০ টাকা, টি.আর কাবিখার দূর্যোগ সহনীয় ১৮টি প্রকল্পের অধীনে বাসগৃহ নির্মাণ ৫৩ লাখ ৯৭ হাজার ৪৮০ টাকা বরাদ্দ দেয়া হয় এবং উল্লেখিত প্রকল্প গুলো বাস্তবায়ন করা হয়েছে বলে সংশ্লিষ্ট জানান। এ ব্যাপারে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আমির হোসেন এর সাথে কথা বলা হলে তিনি উল্লেখিত প্রকল্প গুলো শতভাগ বাস্তবায়ন করা হয়েছে বলে জানান।  

দৈনিক বগুড়া