মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

আবারো ক্যামেরার চমক নিয়ে এলো অপো

আবারো ক্যামেরার চমক নিয়ে এলো অপো

দেশের বাজারে ৪৪ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরার নতুন ফ্ল্যাগশিপ স্মার্টফোন রেনো থ্রি প্রো এনেছে অপো।

চোখ ধাঁধানো ডিজাইনের রেনো থ্রি প্রো স্মার্টফোনে আছে চারটি রিয়ার ক্যামেরা। এর প্রধান সেন্সর ৬৪ মেগাপিক্সেলের যার অ্যাপার্চার এফ/১.৭। এছাড়া আছে ১৩ মেগাপিক্সেল টেলিফটো লেন্স, ৮ মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড লেন্স এবং ২ মেগাপিক্সেল মনোক্রোম সেন্সর। ফোনটিতে ৫এক্স হাইব্রিড জুম এবং ২০এক্স ডিজিটাল জুম সুবিধা থাকছে।

অপো রেনো থ্রি প্রো স্মার্টফোনটিতে থাকছে ৬.৪ ইঞ্চি সুপার অ্যামোলেড পাঞ্চহোল ডিসপ্লে। যেখানে আছে ৪৪ মেগাপিক্সেল এবং ২ মেগাপিক্সেলের ডুয়েল ফ্রন্ট ক্যামেরা। ফোনটির ডিসপ্লের পিক্সেল ডেনসিটি ৪০৫ পিপিআই এবং ব্রাইটনেস ৮০০ নিটস।

রেনো থ্রি প্রো স্মার্টফোনে ব্যবহার করা হয়েছে মিডিয়াটেক হেলিও পি৯৫ চিপসেট যাতে থাকছে সর্বাধুনিক প্রযুক্তির এআই প্রসেসিং ইঞ্জিন। ৮ গিগাবাইট র‍্যাম এবং ২৫৬ গিগাবাইট স্টোরেজ ক্যাপাসিটির এ ফোনটিতে ডেডিকেটেড মাইক্রোএসডি কার্ড স্লট থাকায় দুটি সিম কার্ড ব্যবহারের পাশাপাশি স্টোরেজও বাড়িয়ে নেয়া যাবে প্রয়োজন মতো।

অ্যান্ড্রয়েড ১০ ভিত্তিক কালার ওএস ৭ থাকছে ফোনটির অপারেটিং সিস্টেম হিসেবে। দীর্ঘ সময় ধরে ব্যাকআপ নিশ্চিত করতে আছে ৪০২৫ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি। এছাড়া ভোক ফ্ল্যাশ চার্জ ৪.০ প্রযুক্তি থাকায় ৫৬ মিনিটেই ফুল চার্জ দেয়া সম্ভব হবে। আর ৫০ শতাংশ পর্যন্ত চার্জ দেয়া যাবে মাত্র ২০ মিনিটেই।

দেশের বাজারে স্মার্টফোনটির উন্মোচনের বিষয়ে অপো বাংলাদেশ এইডি’র ব্যবস্থাপনা পরিচালক মি. ডেমন ইয়াং বলেন, গ্রাহকদের স্মার্টফোন ব্যবহারের অভিজ্ঞতা পাল্টে দেয়ার প্রতিশ্রুতির অংশ হিসেবে অপো বাজারে এনেছে রেনো থ্রি প্রো। ৪৪ মেগাপিক্সেল ডুয়েল পাঞ্চহোল ক্যামেরা, দ্রুত গতির চার্জিং প্রযুক্তি, কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পন্ন চিপসেট এবং প্রো লেভেল ফটোগ্রাফির মতো কিছু লেটেস্ট উদ্ভাবনের অভিজ্ঞতা পাওয়া যাবে এই স্মার্টফোনটিতে।

দেশের বাজারে স্মার্টফোনটি পাওয়া যাবে ৩৯ হাজার ৯৯০ টাকায়। দেশজুড়ে সকল অপো স্টোরের পাশাপাশি একাধিক ই-কমার্স প্ল্যাটফর্মে শুক্রবার থেকে স্মার্টফোনটি কেনা যাবে।

দৈনিক বগুড়া

সর্বশেষ:

শিরোনাম:

ইন্টার্ন চিকিৎসকদের ভাতা বাড়িয়ে প্রজ্ঞাপন
ট্রেনের টিকিট কালোবাজারি চিরতরে বন্ধ হবে: রেলমন্ত্রী
ঈদের ছুটিতে বগুড়ায় যমুনার পাড়ে বিনোদনপ্রেমীদের ঢল
১৪ কিলোমিটার আলপনা বিশ্বরেকর্ডের আশায়
বান্দরবানে পর্যটক ভ্রমণে দেয়া নির্দেশনা চারটি স্থগিত
তাপপ্রবাহ বাড়বে, পহেলা বৈশাখে তাপমাত্রা উঠতে পারে ৪০ ডিগ্রিতে
নেইমারের বাবার দেনা পরিশোধ করলেন আলভেজ
বো*মের মতো সিলিন্ডার বি*স্ফোরণ, করণীয় কী
আয়ারল্যান্ডের সর্বকনিষ্ঠ প্রধানমন্ত্রীকে শেখ হাসিনার অভিনন্দন
স্মার্টফোন থেকে ছবি মুছে গেলে উদ্ধার করবেন যেভাবে
বৈসাবি উৎসবের আমেজে ভাসছে ৩ পার্বত্য জেলা
জুমার দিনে যেসব কাজ ভুলেও করতে নেই