বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

আয়কর মেলার ৬ষ্ঠ দিনে সাড়ে ৩শ’ কোটি টাকা আদায়

আয়কর মেলার ৬ষ্ঠ দিনে সাড়ে ৩শ’ কোটি টাকা আদায়

জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) আয়োজিত আয়কর মেলা-২০১৯ এর ৬ষ্ঠ দিনে (মঙ্গলবার) তিনশ’ ৫৭ কোটি ৭৯ লাখ ৫৫ হাজার ৭৩৪ টাকা আদায় হয়েছে। রিটার্ন দাখিলের সংখ্যা এক লাখ ১৯ হাজার ১৪৫টি। নতুন ই-টিআইএন নিবন্ধন নিয়েছেন ৫ হাজার ৩২৫ জন করদাতা।

এ ছয় দিনে রিটার্ন দাখিল ও আয়কর বাবদ মোট ২০১৬ কোটি ৪৫ লাখ ২১ হাজার ১২০ টাকা আদায় হয়েছে। মোট ৫ লাখ ৩৯ হাজার ৯১০ জন রিটার্ন দাখিল করেছে এবং ২৬ হাজার ৮৩১ জন নতুন করদাতা ই-টিআইএন নিবন্ধন নিয়েছে।
 
গত ১৪ নভেম্বর থেকে রাজধানীর বেইলি রোডের অফিসার্স ক্লাবে শুরু হওয়া সপ্তাহব্যাপী মেলার শেষ দিন বুধবার। প্রথম দিন থেকেই মেলাতে করদাতাদের উপচে পড়া ভিড় দেখা যায়। ব্যাপক জনসমাগমে উচ্ছাস প্রকাশ করে জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান মো. মোশাররফ হোসেন ভূঁইয়া এনডিসি বলেন, কর প্রদানে মানুষের আগ্রহ  প্রতিনিয়ত বাড়ছে। আয়কর মেলায় কোনো ঝামেলা ছাড়াই মানুষ স্বাচ্ছন্দে কর দিচ্ছে। সাধারণ মানুষের অংশগ্রহণ এনবিআরকে অনুপ্রাণিত করেছে।

দৈনিক বগুড়া